মুমিন মুসলমানের সকল ঈদের সেরা ঈদ ঈদুল আজম
মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা , মাহাত্ব
ও ফজিলত বর্ণনা করে শেষ করা যাবেনা |
কেউ যদি এই ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামকে উপলক্ষ করে দান
খয়রাত করে তার চেয়ে সেরা দান খয়রাত
আর কিছুই হতে পারেনা , কেউ যদি এই
মহা পবিত্র দিনকে উপলক্ষ করে কোন ইবাদত
বন্দেগী বা খুশি প্রকাশ করে তার চেয়ে বড়
ইবাদত বা খুশি আর কিছুই হতে পারেনা | এই
দিনকে যারা খুশি মনে উদযাপন
করবে তাদের জন্য হুজুর পুর নূর ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে ১৫০০ শত
বছর আগেই একটি সুসংবাদ দিয়ে গেছেন , আর
তা হলো যারা এই দিনে খুশি উদযাপন
করবে তার জন্য নবীজি ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের শাফায়েত
ওয়াজিব হয়ে যাবে হুজুর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম নিজের নূরের জবান
মোবারক দিয়ে ঘোষণা করে গেছেন |
পবিত্র হাদিস শরীফে এসেছে , পবিত্র
হাদিস শরীফে আরো এরশাদ হয়েছে
 " ﻋَﻦْ ﺍِﺑْﻦِ
ﻋَﺒَّﺎﺱٍ ﺭَﺿِﻰَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟٰﻰ ﻋَﻨْﻬُﻤَﺎ ﺍَﻧَّﻪٗﻛَﺎﻥَ ﻳُﺤَﺪِّﺙُ ﺫَﺍﺕَ ﻳَﻮْﻡٍ ﻓِﻰْ ﺑَﻴْﺘِﻪٖ
ﻭَﻗَﺎﺋِﻊَﻭِﻻﺩَﺗٖﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻟِﻘَﻮْﻡٍ ، ﻓَﻴَﺴْﺘَﺒْﺸِﺮُﻭْﻥَ ﻭَﻳُﺤَﻤِّﺪُﻭْﻥَ
ﺍﻟﻠﻪَ ﻭَﻳُﺼَﻠُّﻮْﻥَﻋَﻠَﻴْﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻓَﺎِﺫَﺍ ﺟَﺎﺀَﺍﻟﻨَّﺒِﻰُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ
ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﺣَﻠَّﺖْﻟَﻜُﻢْ ﺷَﻔَﺎﻋَﺘِﻰْ
অর্থাৎ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ( রা )
নিজেই বর্ণনা করেন , একদা তিনি উনার
গৃহে সাহাবায়ে কেরামদের নিয়ে একত্রিত
হয়ে হুজুর পুর নূর সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের বিলাদত শরীফ
পাঠ করছিলেন |( এই দিনে হুজুর
পৃথিবীতে আসছেন , স্বয়ং আল্লাহ উনার
হাবিবের উপর দুরুদ সালাম দিয়েছেন )
শ্রবন্কারীরাও তা শুনে আনন্দ পাচ্ছিলেন |
ঠিক ওই সময় নবীজি সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম সেখানে উপস্থিত
হয়ে বললেন , তোমাদের জন্য আমার
শাফায়াত ওয়াজিব হয়ে গেছে "|
এই হাদিসটি বিভিন্ন হাদিস
গ্রন্থে এসেছে যেমন : মাওলুদুল কবীর , আত
তানভীর ফী মাওলিদিল বাশীর ওয়ান
নাযার , হকিকতে মোহাম্মদী ( মিলাদ
অধ্যায় ), দুররুল মুনাজ্জাম , ইশবাউল কালাম |
অতএব উপরোক্ত হাদিস শরীফ থেকে এটা স্পষ্ট
প্রমানিত হয় যে মিলাদুন্নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম পালনকারীদের জন্য
নূর নবীজি ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের শাফায়েত
ওয়াজিব হয়ে যাবে | সুতরাং যারা এই
পবিত্র মিলাদুন্নবী ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের
বিপক্ষে কথা বলে তারা আর যাই
তারা মোহাম্মদ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের উম্মত
হতে পারেনা , এরা শয়তানের উম্মত | 

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top