তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার
কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের
পিতা ১৫ আগস্ট সোমবার সকাল ১১ টা ৫০ মিনিটে
তাঁর
নিজ বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার
আশিঘর গ্রামে শেষ নিঃশাস ত্যাগ করেন ।
বিকাল ৫ টা ৩০ মিনিটে জানাযার নামায
শেষে
পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা করা হয়।
তালামিয সভাপতির পিতার মৃত্যুতে শোক প্রকাশ
করেছেন সর্বদলীয় ইসলামি ছাত্র ঐক্যের প্রথম
মুখপাত্র, ছাত্র জমিয়ত বাংলাদেশেরর কেন্দ্রিয়
সভাপতি মুফতী নাসির উদ্দিন খান, কেন্দ্রিয়
সেক্রেটারি জেনারেল হাফিয ওমর ফারুক,
কেন্দ্রিয় সহসভাপতি মুহা. তাহফিমুল হক, এম
বুরহান উদ্দিন, মু.সাইফুর রহমান, সৈয়দ সোহায়েল
আহমদ, হাবিবুর রহমান, কেন্দ্রিয় জয়েন্ট
সেক্রেটারি শাহাদাত হোসাইন, এসিস্টেন
সেক্রেটারি লুৎফুর রহমান, চৌধুরি নাসির আহমদ,
মুতিউর রহমান,ত্বাহা হোসাইন,সাংগঠনিক
সম্পাদক সোহায়েল আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক
শিব্বির আহমদ রাজি, আবদুল হামিদ খান, আহমদুল
হক উমামা,অর্থ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমদ,
তথ্য ও প্রযুক্তি'সম্পাদক আবু সুফিয়ান নিজাম,
সাংস্কৃতিক সম্পাদক বাহাউদ্দিন বাহার,
সমাজসেবা সম্পাদক বেলাল আহমদ চৌধুরি,
মাদরাসা কার্যক্রম সম্পাদক নাজমুল ইসলাম,
বিশ্ববিদ্যালয় ও কলেজ কার্যক্রম সম্পাদক
হোজাইফা ওমর, কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য
ও অর্থ উপকমিটির সিলেট বিভাগিয় সদস্য হাফিয
ফুযায়েল আহমদ, কেন্দ্রিয় সদস্য ও প্রচার
উপকমিটি সিলেট বিভাগিয় সদস্য হাফিয শাহিদ
হাতিমী প্রমুখ।
নেতৃবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত ও শোক সন্তপ্ত
পরিবারের প্রতি সমবোদনা জ্ঞাপন করেন।
 
Top