তালামীয নিউজ২৪ঃঃ
(# বঙ্গানুবাদ )
আজ আমি সমবেদনা প্রকাশ করছি নিউ ইয়র্কের ৮.৫
মিলিয়ন বাসিন্দা এবং তাদের পরিবারের উদ্দেশ্যে,
যারা দুই জন ভাল মানুষকে এই সপ্তাহের মাঝে হারাল।
মাওলানা আখঞ্জি ও তারা উদ্দিন এবং তাদের
মসজিদের মুসল্লি, তাদের আত্মীয় স্বজন ও মুসলমান
সম্প্রদায়ের প্রতিও আমার সমবেদনা প্রকাশ করছি।
ইসলাম ধর্মে তারা শুধু পরিবারের একজন ব্যক্তিকেই
হারায়নি, তারা সকল সম্প্রদায়ের একজনকেও
হারিয়েছে। আমরা নিউ ইয়র্ক বাসীরা ব্যাপারটিকে
আমাদের বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের উপর থেকে এই
ভাবেই দেখেছি। নিউ ইয়র্ক একটি ভালো শহর এবং
মুসলমানদের প্রতি এখানে রয়েছে শক্ত অবস্থান। আমরা
তাদের কন্ঠস্বরকে শুনতে চাইনা যারা আমাদেরকে
বিভক্ত করতে চায়। আমরা তাদের জন্য প্রতিনিয়ত
প্রতিবাদ করছি। এবং যারাই এটা করেছে আমরা তাদের
বিচারের মুখোমুখি করবো। আসছে দিনগুলোতে আমরা
মসজিদকে ও মুসলমানদেরকে রক্ষা করার জন্য অতিরিক্ত
নিরাপত্তা ব্যাবস্থা নেবার ব্যবস্থা করবো। এভাবেই
আমরা দৃঢ় কন্ঠে সকল নিউ ইয়র্ক বাসীদের নিশ্চিত করতে
চাই এবং সেই সাথে বিশ্বের সকল মানুষদের যারা এই
শহরটিকে মুল্যায়ন করছেন। একজনের উপর আঘাত করা
মানে আমাদের সকলের উপর আঘাত করা, এবং আমরা
কাধে কাধ মিলিয়ে প্রতিবাদ করবো।