তালামীয নিউজ২৪ঃ নিউ ইয়র্কে শোকার্ত হাজারো মুসলিম।
তারা শনিবারও যোহরের নামাজ যে
ইমামের পিছনে দাঁড়িয়ে আদায়
করেছেন, তার ও তার সহযোগীর
জানাজায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে
পড়লেন তারা। এ হত্যাকা-ের সুবিচার
দাবি করলেন। সোমবার তাদের জানাজা
হয় আল ফুরকান জামে মসজিদে। শনিবার
যোহরের নামাজ আদায় করার পর
বাংলাদেশী ইমাম আলাউদ্দিন
আখুঞ্জি (৫৫) ও তার সহযোগী তারা
উদ্দিন (৬৪)কে কুইন্স এলাকায় ওজোন
পার্কে হত্যা করে এক অস্ত্রধারী।
পুলিশ এ হত্যায় অস্কার মোরেল (৩৫)
নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন
করেছে। এ খবর দিয়ে অস্ট্রেলিয়ার
অনলাইন এবিসি শিরোনাম করেছে
‘ইমাম মার্ডার: থাউজেন্ড মর্ন সেøাইন
নিউ ইয়র্ক মুসলিম ক্লারিক অ্যাজ পুলিশ
চার্জ সাসপেক্ট উইথ মার্ডার’। এতে বলা
হয়েছে, এ হত্যাকা-ে ভীষণ জনপ্রিয়
দু’বাংলাদেশী ধর্মীয় নেতাকে হারিয়ে
স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়
শোকাহত। তারা ওই জানাজায় উপস্থিত
হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এ সময়
তাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা
এ হত্যাকা-কে বিদ্বেষমুলক (হেট ক্রাইম)
হিসেবে আখ্যায়িত করার দাবি জানান।
নিরাপত্তা আহ্বান করেন স্থানীয়
কর্তৃপক্ষের কাছে। মসজিদগুলোর
নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি
জানান। তবে পুলিশ বলেছে, এখনও এ
হত্যাকা-ের মোটিভ বা উদ্দেশ্য
সম্পর্কে তারা নিশ্চিত নয়।
 
Top