তালামীয নিউজ২৪ঃঃ
গণ মানুষের সংগঠন বাংলাদেশ
আনজুমানে আল-ইসলাহ হবিগঞ্জ
জেলা শাখার সাবেক
সাংগঠনিক সম্পাদক
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে
মসজিদের সাবেক ইমাম ও খতিব
এবং আমেরিকার ওজন পার্কের
আল ফোরক্বান মসজিদের
বর্তমান ইমাম ও খতিব
ছুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরত
মাওলানা আলাউদ্দিন আখঞ্জী
গত ১৩-০৮-১৬ ইং রোজ
শনিবার যোহরের নামায শেষে
বাসায় ফিরার পথে আততায়ির
গুলিতে নিহত হওয়ায় ছুন্নি ছাত্র
আন্দোলনের দূর্বার কাফেলা
বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার জেলা শাখা এই
হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিব্রিতিতে শাখার
সভাপতি ছাত্রনেতা খন্দকার
অজিউর রহমান আসাদ
আমেরিকার পার্লামেন্টের
উদ্দেশ্যে বলেন, আপনারা বলেন
আপনাদের দেশে জঙ্গী তৎপরতার
কোন হদিস নেই, আপনাদের দেশ
জঙ্গী মুক্ত তবে কেন এই রকম গুপ্ত
হামলা। তার জবাব চাই এবং দ্রুত
এ হত্যা কান্ডের বিচার চাই
অন্যথায় আল্লামা ফুলতলী (রহঃ)
এর মুরিদান মুহিব্বিন সহ আল-
ইসলাহ তালামীযের নেতা
কর্মীরা বিশ্বের ভিবিন্ন দেশে
ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ ঘরে
বসে থাকবেনা।
 
Top