এস এ শাওনঃ রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) ৯ম তম ঈসালে সাওয়াব মাহফিল। এতে লাখ লাখ ভক্ত মুরিত বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছেন।ঈসালে মাহফিলে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রখ্যাত পীর মাশায়ীখ আলিম উলামা, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ গন । বিভিন্ন জায়গা থেকে বাস, মাক্রবাস, কার যে যেভাবে পেরেছেন সেই ভাবেই এসেছেন ছাহেব বাড়ী।সু বিশাল প্যন্ডেল ও মাঠে সুন্দর ভাবে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করেছে মাহফিল কৃতপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও লাখো মুসল্লি এক সাথে খাবার খাওয়ানো হয়েছে ।হাজারো ক্রমি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন নিরলস ভাবে । আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহীনি সর্বাধিক নজরধারী করছেন যা চোখে পড়ার মতো।সকাল ১০ টা ৩০ মিনিটে হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.)মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্টান। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করেছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। ফুলতলী (রঃ) আজ আমাদের মাঝে নেই,কিন্তু তাঁর চিন্তায় ও বিশ্বাসে
সুন্দর উপাসনা আর বলিষ্ঠ ও প্রখর
ব্যক্তিত্বের গুণাবলী সবার মাঝে
ছড়িয়ে আছে তাঁর জীবনের বিভিন্ন
গুণাবলি আমাদেরকে সঠিক পথ চলতে
সহায়ক ভূমিকা রাখছে। তিনি ছিলেন
একজন যুগ শ্রেষ্ঠ খ্যাতিমান আলেম। তাঁর আপাদমস্তক ছিল রাসূল (সাঃ) এর আদর্শে উদ্ভাসিত। বিস্ময়কর প্রতিভার
অধিকারী প্রত্যেক নির্যাতিত,
নিপীড়িত, অবহেলিত এবং মজলুম
মানুষের পক্ষে সু-উচ্চ কন্ঠস্বর। ইসলামি সমাজ প্রতিষ্ঠায় ফুলতলী (রঃ)এর চরিত্র, আচার-আচরণ ও ব্যবহার ছিল
নম্রতা ও ভদ্রতায় পরিপূর্ণ। জীবনের
ঊষালগ্ন থেকে ইন্তেকালের আগ পর্যন্ত
ইসলামি সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী
ভূমিকা পালন করেন। মুসলিম জাতির
ক্রান্তিকালের উত্তরণের চিন্তা মাথায়
নিয়ে যারা সামনে এগিয়ে এসেছিলেন
তাদের মধ্যে দীপ্ত কঠিন শপথে
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব
ফুলতলী (রঃ) এর অভিযাত্রা অন্যতম।
তিনি পবিত্র কোরআন ও হাদিসকে
সামনে রেখে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ
কন্ঠে বীরদর্পে সামনে এগিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top