হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে যোগ দিতে আজ এসে পৌঁছাবেন ভারতের উত্তর প্রদেশের প্রখ্যাত বুযুর্গ, খতীবে আ’যম আল্লামা ওজীহ উদ্দীন খান রামপুরী (র.)-এর সুযোগ্য উত্তরসূরি, উর্দু পত্রিকা


‘দ্বিয়ায়ে ওজীহ’র সম্পাদক ড. শাআইরুল্লাহ খান রামপুরী, রামপুর নবাবী মসজিদের ইমাম ও খতীব, মাদরাসায়ে জামিউল উলূম ফুরকানিয়ার উস্তায হযরত মাওলানা ই’তিসামুল্লাহ খান রামপুরী ও মাওলানা মাকারিমুল্লাহ খান রামপুরী, উজানডিহির ছাহেবজাদা সায়্যিদ মুরাদ আহমদ মাদানী।
 
Top