তালামীয নিউজ ২৪:: সাফল্যের সংবর্ধনার প্রথা কোন মানুষ সৃষ্টি করেনি, সাফল্যের সংবর্ধনা দেওয়া সয়ং আল্লাহ তা'আলাই দেখিয়েছেন। মহান আল্লাহ তা'আলা প্রত্যেক ভালো কাজের জন্য আমাদের সংবর্ধিত করেন। তারই ধারাবাহিকতায় গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীয আপনাদের সংবর্ধিত করছে।
রাসুল (সা.) এর প্রদর্শিত পথ অনুসরন করে জীবনের প্রত্যেক ভালো কাজে সাফল্য অর্জন করতে হবে।
আজ শুক্রবার সকাল ১০টায় গোয়ালবাড়ী ইউনিয়ন কমপ্লেক্সে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার আওতাধিন গোয়ালবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জেএসসি ও জেডিসি কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মকসুদ জুনেদ।
তিনি আরও বলেন, ছাত্র-
ছাত্রীদেরদের প্রধান কাজ
পড়াশোনা। আর এ কাজেই তাদের
বেশি মনোযোগী হওয়া উচিত।
জীবনকে গড়ে তুলতে তিনি
তাদেরকে কঠোর পরিশ্রম করার
পরামর্শ দেন। তিনি বলেন
তোমাদের চলার পথে অনেক
সমস্যা আসতে পারে, অনেক
প্রতিবন্ধকতা দেখা দিতে পারে,
এতে তোমরা হতবম্ব না হয়ে এই সব
বাধা অতিক্রম করবে, জীবনের এই
সংগ্রামে তোমাদের জয়ী হতে
হবে। জুড়ী উপজেলা তালামীযের সভাপতি মকসুদ জুনেদ,
টিনেজারদের ফেসবুক ব্যবহারে
সতর্ক করেছেন।
শাখা সভাপতি হাফিজ ফারহান হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিক খাঁনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সহ সভাপতি ইমরান চৌধুরী শাফি, সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম,
আরো বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ,
প্রচার সম্পাদক এইচ এম জামাদুল ইসলাম, সহ অফিস সম্পাদক হাফিজ লুৎফুর রহমান,
সাংবাদিক জাকির হোসেন মনির  ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন,
উপজেলা তালামীযের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হোসাইন, জুড়ী শহর তালামীযের সাধারণ সম্পাদক আল মাহমুদ জিলান, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি আবু সাইদ শরীফ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম জাকির, ফুলতলা ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাগরনাল ইউনিয়ন তালামীযের সভাপতি নজরুল ইসলাম খামিছ, সহ সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সাংবাদিক জালাল উদ্দিন, ভোগতেরা আঞ্চলিক শাখার সভাপতি খাইরুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় তালামীযের সভাপতি মাইন আহমদ, রেদওয়ানুল ইসলাম এর কোর আন তিলাওয়াত ও শরীফ উদ্দিনের ইসলামি সংগীত এর মাধ্যমে সুচিত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের দায়িত্বশীল আব্দুল কাইয়ুম, হাফিজ আব্দুল হাসিম, আয়াছ উদ্দিন, শাহান আহমদ, জামল আহমদ, শরীফ উদ্দিন, মাসুম খান,নাদের খান  প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top