তালামীয নিউজ :
সুন্নীয়তের পতাকাবাহী দুর্বার কাফেলা বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর
শাখার আওতাধীন ১নং ওয়ার্ড শাখার কাউন্সিল গত
০৬/১০/২০১৬ইং, রোজ- বৃহস্পতিবার, রাত ৯ ঘটিকার সময়
বায়তুল হাবিব জামে মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার
হিসাবে উপস্থিত ছিলেন শহর তালামীযের সদস্য সচিব
ছাত্র নেতা আবু জাফর রিপন, সহকারী নির্বাচন
কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা বুলবুল
আহমদ ও ছাত্র নেতা সুজাউল আহমদ,
এতে সর্ব
সম্মতিক্রমে আফজল হোসেন নোমানকে সভাপতি ও
রায়হান ইসলাম টিপুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য
বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।