দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উনিয়নে জালালিয়া হুফ্ফাজুল কোরআন পরিষদ এর আয়োজনে গতকাল রবিবার কোরআন তেলাওত প্রতিযোগিতা অনুষ্টিত হয়। জালালপুর ইউনিয়ন এর সকল হাফিজিয়া মাদরাসা থেকে এক জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম স্থান অধীকার করে মন্জলাল হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফিজ ইউসুফ আলী।
বাংলাদেশ ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারী আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী
ফুলতলী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সকল প্রশংসা মহান মালিক
আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে, যে মহান রব বিশ^ চরাচরের সমগ্র
মানবতার মুক্তির পথ ও পাথেয় হিসাবে মহাগন্থ আল কুরআন অবতীর্ণ
করেছেন। রাহমাতুল্লিল আলামীন, নবীয়ে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ)
আল কুরআনের আলোকে সমগ্র মানবতাকে দিয়েছেন মহামুক্তির দিশা।
কুরআন করীম অবতীর্ণ হওয়ার পর থেকে তা সংরক্ষণ ও সংকলন করার
প্রচেষ্টা শুরু হয়। আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে কুরআন করীম হিফাযতের
ভার নিয়েছেন এবং তাঁরই হিফয়াতে কিয়ামত পর্যন্ত কুরআন করীম অবিকৃত
থাকবে। হিফযুল কুরআন তথা কুরআন সংরক্ষণ শুরু হয়েছে মহান রাব্বুল আলামীনের মাধ্যমেই। মহাগ্রন্থ আল
কুরআন অবতীর্ণ করার পাশাপাশি আল্লাহ তাঁর মহান বাণীকে হিফাযত বা সংরক্ষণের ব্যবস্থা নিজ থেকে
করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন জালালপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ. উ. ম. আব্দুল
মুনাঈম ছাহেব মনজলালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
গত ১৩ মার্চ রবিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হিফযুল কোরআন
বোর্ডের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফিজ নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিরাহিমপুর
জামে মসজিদের ইমাম হাফিজ কারী মাওলানা আশিক আহমদ ও হাফিজ মোঃ সালাহ উদ্দিন যৌথ পরিচালনায় হাফিজে
কুরআন সংবর্ধনা ও সম্মানা পদক প্রদান এবং হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, কলাবাগান লতিফিয়া
হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মোঃ মোশাহিদ আলী, সিলাম হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ কারী
মাওলানা শামসুজ্জামান শমসের আলী, জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনুছ আলী,
জালালপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন, সিলাম ইউপির সম্ভাব্য চেয়ারম্যান
পদপ্রার্থী এস.এ ফয়সল, দৈনিক সিলেটের বাণীর দক্ষিণ সুমার প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, দৈনিক সিলেট
সুরমার দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, কবি আখলাকুল আম্বিয়া বাতিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
হাফিজ কারী আরশ আলী, হাফিজ কারী মাওলানা এমরুল হক, হাফিজ কারী শরীফ উদ্দিন, হাফিজ আকমল
হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দক্ষ শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন মনজালাল হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ইউসুফ
আলী, জালালপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আলহাজ¦ হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, নিজ জালালপুর হাফিজিয়া মাদরাসার
প্রধান শিক্ষক হাফিজ কামাল হোসাইন, ইসলামপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ঈসমাইল আলী, রায়খাইল
হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ, খতিরা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ রমজান আলী।
 
Top