যুক্তরাজ্য প্রতিনিধি: প্রতিবারের ন্যায় এবছরও ভাবগাম্ভির্য ও ব্যাপক আয়োজনে আঞ্জুমানে আল ইসলাহ’র
সহযোগিতায় শামছুল উলামা আল্লামা ফুলতলী (রঃ) এর ইসালে সাওয়াব উপলক্ষে আজিমুশ্বান মাহফিল ‘দি ফাউন্টেন
অফ লাইট’ আগামী ৫ এপ্রিল মঙ্গলবার বার্মিংহামের স্মলহিথ গামকুল শরীফ সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত
হবে। আজিমুশ্বান মাহফিল দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
মিডল্যান্ডস ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে ব্রিটেনের বিভিন্ন শহর
থেকে ফুলতলী (রঃ) এর ভক্ত, মুরিদানসহ সর্বস্তরের মুসলমানদের সমাগম হবে বলে আয়োজকরা আশা
প্রকাশ করেছেন। মাহফিলকে কেন্দ্র করে ইতোপূর্বে খতমে কুরআন, খতমে বুখারীসহ বিভন্ন
খতমের আয়োজন করা হয়েছে।
আজিমুশ্বান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এছাড়াও মাহফিলে বক্তব্য রাখবেন শায়েখ আহমদ তিজিয়ানী বিন উমর, আল্লামা মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী, শায়খুল হাদিস মাওলানা আব্দুল জলিল, মাওলানা মুফতি ইলিয়াছ হুসাইন, মাওলানা নজরুল ইসলামসহ প্রখ্যাত উলামায়ে কেরামবৃন্দ।
মাহফিলে মহিলাদের জন্য আলাদা আসন ও যাবতীয় ব্যবস্থা রাখা হবে। মাহফিলে বাংলা এবং ইংরেজিতে বক্তব্য পেশ করা হবে। উক্ত আজিমুশ্বান মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য ইসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আলহাজ নাছির আহমদ ও সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান অনুরোধ জানিয়েছেন।