জসিম উদ্দিন
সিলেটের রাজ পথে কারা
হুংকার দেয় সিংহ রে,
তালামীয বিদ্রোহী আমরা
সিপাহী ফুঁলতলীর রে।
সিলেট তো আউলীয়ার ঘাটি
নাস্তিক মুনাফিকের জম,
হাতে জালালী তালওয়ার
বুকে জারি শাহাদাতি দম।
চেতনাতে কারবালা জাগা
হবেই হবে যোদ্ধ ফের,
রাজ্জাক জাহিল ভন্ড গাধা
গট ফাদার ওয়াহাবিদের।
রক্তের ভয় করি না মোরা
রক্ত দিয়ে এসেছি খুব,
প্রয়োজনে ঈমান রক্ষায়
রক্তের সাগরে দিব ডুব।
কাঁপছে জানি হাঁটু তাদের
দেখে তালামীযের ঢল,
মাথায় কাফন নাস্তিক দাফন
করতে আজি জিহাদে চল।
চল মুজাহীদ ফুঁলতলীর সেনা
ঈমানী শক্তি সীমাহীন,
ভেঙ্গে দিতে বাতিলের মসনদ
জালালী রাজ্য হোক স্বাধীন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook