তালামীয নিউজ২৪ :বাংলাদেশ  আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলাধীন কাজলসার ইউনিয়ন শাখার পক্ষথেকে "শবেবরাতের তাৎপর্য শীর্ষক সেমিনার" গত ২১ মে রোজ শনিবার আটগ্রাম বাসষ্টেন্ডের রুনা,মান্না এন্ড ফাহিম কমপ্লেক্স এ বিকাল ৪ ঘটিকায় শুরু হওয়া সেমিনারে ইউনিয়ন শাখার সভাপতি মো: আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সহ সভাপতি আহমদ আল মঞ্জুর এর পরিচালনায় অনুষ্টিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতিমাওলানা ইউনুছ আহমদ,সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল বাছিত, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সদস্য আহমদ আল জামিল, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ,সদস্য- জামাল আহমদ,জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, কানাইঘাট উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল মুকিত, সাংগঠনিকসম্পাদক কবির আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য আহমদ হোসাইন আইমান। উক্ত সেমিনারে জকিগঞ্জ উপজেলাধীন বিভিন্ন শাখার দায়িত্বশীল ও কাজলসার ইউনিয়ন এর মুরব্বিয়ান,ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
 
Top