বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
মৌলভীবাজারে বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়ার
৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার
এ উপলক্ষে জেলা তালামীযের
পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা
হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল
১১ টায় শহরের শাহ মোস্তফা রোডস্থ
সংগঠনের জেলা কার্যালয় থেকে
কেন্দ্রীয় তালামীযের সাধারণ
সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরীর
নেতৃত্বে বাহারি রঙের ব্যানার,
ফেস্টুন সহকারে এক বর্ণাঢ্য র্যালি
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে কয়েক হাজার নেতাকর্মি
অংশগ্রহণ করেন। পরে বেরিরপার
বাস স্ট্যান্ডে পথসভার মাধ্যমে
র্যালী শেষ হয়।
জেলা তালামীয সভাপতি খন্দকার
ওজিউর রহমান আসাদের
সভাপতিত্বে পথসভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয়
তালামীযের সাধারণ সম্পাদক
রেদওয়ান আহমদ চৌধুরী।
সাধারণ সম্পাদক এম.এ জলিলের
পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সদর
উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান হাফিয আলাউর রহমান
টিপু, জেলা আল ইসলাহ সাধারণ
সম্পাদক এম.এ আলিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন পৌর আল ইসলাহ’র সভাপতি
সৈয়দ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক
কামাল উদ্দিন, জেলা তালামীযের
সাবেক সভাপতি প্রিন্সিপাল শফিকুল
আলম সুহেল, কেন্দ্রীয় তালামীযের
অর্থ সম্পাদক হাফিয কাওছার আহমদ, সহ
অফিস সম্পাদক ওয়ালিউর রহমান সানী
, সহ প্রশিক্ষন সম্পাদক জায়েদ আহমদ
চৌধুরী, সদস্য বেলাল উদ্দিন
কামরান প্রমুখ।
পরে সৈয়দ শাহ মোস্তফা (রহ.)
মাজার মসজিদে মিলাদ মাহফিল ও
দোয়া পরিচালনা করেন হাফিয
মির্জা শামিম আহমদ। এতে উপস্থিত
ছিলেন, জেলা তালামীযের
সাবেক সভপতি হাফিয বজলুর রহমান,
হাফিয শিহাব উদ্দিন। এসময়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিষ্টি
বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top