বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম
মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী
অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী
ফুলতলী বলেছেন- আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহ (রহ.) দ্বীনের সঠিক আকীদা চর্চার
জন্য তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা
করেছিলেন। তালামীয কর্মীদেরকে শুধুমাত্র
সাংগঠনিক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে
পাশাপাশি লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে।
তবে সাথে সাথে সহীহ আকিদা সম্পর্কে সচেতন
থাকতে হবে, প্রযুক্তির জ্ঞানে এগিয়ে যেতে হবে
এবং সমাজ সংস্কারে অংশ নিতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া'র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
শুক্রবার বেলা ২টায় ঢাকার ইনস্টিটিউশন অব
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগর
আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও প্রতিষ্ঠা বার্ষিকী
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
ঢাকা মহানগর তালামীযের সভাপতি মাসুম
আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
মোঃ আব্দুর রাজ্জাক ও সহ-সাধারণ সম্পাদক
মুজিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত
সেমিনারে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক
ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি
রুহুল আমিন খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
রেদওয়ান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ মোঃ
ইসমাঈল মিঞা, ঢাকা মহানগর আল ইসলাহ'র
সভাপতি মাওলানা আবু নছর জিহাদী,
তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয়
সভাপতি নজীর আহমদ হেলাল, সাবেক সাধারণ
সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান,
ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা.
সাইদুল আনোয়ার, লতিফিয়া কারী সোসাইটি
ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইকবাল
খন্দকার ও সিপাহীবাগ জামে মসজিদের খতিব
মাওলানা আনোয়ার হোসাইন সালেহী।
মাওলানা কবি রুহুল আমীন খান তাঁর উদ্বোধনী
বক্তব্যে বলেন- আজ থেকে ৩৭ বছর পূর্বে
তালামীযের পথ চলা শুরু হয়েছিল। তালামীযের
কর্মীরা আজ এশিয়া, ইউরোপ ও আমেরিকার
বিভিন্ন দেশে সংগঠনের কার্যক্রম ও তৎপরতা
অব্যাহত রেখেছে। আমাদেরকে এ সংগঠনের
প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলী ছাহেব
কিবলাহ (রহ.)'র আদর্শ ধরে রাখতে হবে, ছাহেব
কিবলাহ সত্যিকারের যোগ্য মানুষ তৈরি করার জন্য
তালামীয প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্য মানুষ
তারাই, যারা আকীদায়, আমলে, আখলাকে,
রাসূল (সা.) এর সত্যিকারের অনুসারী,
তালামীয সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ
চৌধুরী প্রধান বক্তার বক্তব্যে বলেন- ১৯৮০
সালের ১৮ ফেব্রুয়ারি ছাহেব কিবলাহ
তালামীয প্রতিষ্ঠা করেছিলেন। তালামীযের
ইতিহাস সফলতার ইতিহাস, সংগ্রামের ইতিহাস।
তালামীয ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সব
সময় গর্জে উঠেছে। ছাত্র সমাজকে সমূহ বিভ্রান্তি
থেকে রক্ষা করে আহলে সুন্নাত ওয়াল
জামাআতের আকীদা অনুযায়ী পরিচালনা
করছে।
মোঃ মাসুদ আহমদের কোরআন তেলাওয়াত ও
রেদ্বওয়ান আহমদ রাজুর না'তে রাসূল এবং
ডেমরা থানা তালামীযের সভাপতি মাহফুজুর
রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা
বিশ্ববিদ্যালয় তালামীযের সাধারণ সম্পাদক
মোঃ মারুফ হোসাইন, ঢাকা আলিয়া মাদরাসা
শাখার সদস্য সচিব মোঃ কামিল আহমদ ও উত্তরা
থানা তালামীযের সভাপতি হাফিয আব্দুস
সামাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নোমান,
মাদরাসা-ই-দারুল হাবীব ঢাকার উপ-
পরিচালক মাওলানা মোঃ সাইফুল ইসলাম,
তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য
মাওলানা শাহীদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
শাখার সাবেক সভাপতি মোঃ মোখতার আহমদ,
তালামীয নেতা সাফওয়ান আহমদ চৌধুরী,
ঢাকা মহানগর সহ সভাপতি কামরুল ইসলাম,
লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা প্রধান
শিক্ষক হাফিয মাওলানা ফখরুল ইসলাম, ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ
চৌধুরী ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ
মিফতাহুল ইসলাম প্রমুখ।
এদিকে সেমিনারের পূর্বে বা'দ জুমুআ জাতীয়
মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে
বর্ণাঢ্য র্যালী বের করে পুরানা পল্টন, বিজয়
নগর, কাকরাইল এলাকা ঘুরে ইনস্টিটিউশন অব
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সামনে এসে র্যালীটি
শেষ হয়।
হোম
»
মহানগর তালামীয
» ঢাকা মহানগর তালামীযের প্রতিষ্ঠা
বার্ষিকী র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
তালামীয কর্মীদের প্রযুক্তির জ্ঞান অর্জনসহ
সমাজ সংস্কারে অংশ নিতে হবে
----মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook