তালামীয নিউজ :
গতকাল ১৪ অক্টোবর শুক্রবার দুপুর ২ ঘটিকায় আনজুমানে আল-ইসলাহ সিলেট বিভাগীয় অফিসে এম,সি কলেজ তালামীযের উদ্যোগে আয়োজিত হয় আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা ও কাউন্সিল অধিবেশন-২০১৬।কলেজ তালামীয সভাপতি শেখ শফি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামীযের  সাবেক সহ-সভাপতি ও আল-ইসলাহ এর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাও: আতাউর রহমান।বিশেষ অথিতির বক্তব্য রাখেন তালামীযের সাবেক কেন্দ্রীয়  সভাপতি বেলাল আহমদ,কেন্দ্রিয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন,সিলেট মহানগর সভাপতি এনাম উদ্দিন আহমদ,সা:সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ তালামীযের সহ-সভাপতি মুজিবুর রহমান,নজরুল ইসলাম,আহমেদ শরিফ।আরোও বক্তব্য রাখেন কলেজ তালামিয নেতা শামসুল ইসলাম,মোঃজাহাঙ্গীর আলম মুজাহিদ, আফরুজ্জামান,বেলাল আহমদ নাঈম,কামরুল ইসলাম,শাহ সারোয়ার,শুয়াইবুর,তারেকুর রহমান,রাসেল আহমদ,সাদিকুর,মা
সুম,রুহেল,শাহজাহান প্রমুখ।

 আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এনাম উদ্দিন আহমদ সবার সম্মতিতে আহমেদ শরিফকে সভাপতি, মাহবুবুল হাসান জুয়েলকে সাধারন সম্পাদক ও আফরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষনা করেন।কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহসভাপতি মুজিবুর রহমান,রেজায়ে রাব্বি,নাবেদ আহমদ।সহ-সাধারন সম্পাদক-
মোঃ জাহাঙ্গীর আলম মুজাহিদ, শামসুল ইসলাম সাদিক।সহ-সাংগঠনিক সম্পাদক- শাহ সারোয়ার আলি।প্রচার সম্পাদক -বেলাল আহমদ নাঈম,সহপ্রচার সম্পাদক সাদিকুর রহমান।অর্থ সম্পাদক-শোয়েব আহমদ,অফিস সম্পাদক-শুয়াইবুর রহমান,সহ অফিস সম্পাদক-শাইখুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক -হা:আব্দুল লতিফ,সহ প্রশিক্ষণ সম্পাদক -তারেকুর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক -রুহুল আমিন,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-মাহফুজুর রহমান নোমান,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক -মো:কামরুল ইসলাম বাবু,
সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক-রাসেল আহমদ।
নির্বাহী সদস্যরা হলেন-খালেদুজ্জামান,
সাকিব আল হাসান,
সাইফুল্লাহ আলাল,নাজমুল ইসলাম,
সাইদুর রহমান,জাহেদুর রহমান,
ফেরদৌস আহমেদ,কয়েস আহমদ,
হা: এবাদুর রহমান,সালেহ আহমদ,
দেলোয়ার হোসেন,শামসুল ইসলাম,
মাসুম আলম,শাহিন আহমদ।
 
Top