তালামীয নিউজ২৪ ::উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরতআল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশআনজুমানে তালামীযে ইসলামিয়ার জালালাবাদ থানাধীন জুগিরগাঁও আঞ্চলিক শাখার ২০১৬-১৭সেশনের কাউন্সিল সম্পন্নহয়েছে।
গত ২৯ জুলাই শুক্রবার বিকেলে দলীয়কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশআনজুমানে তালামীযে ইসলামিয়া জালালাবাদ থানা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছাত্র নেতা এনামুল হক ছাব্বির। সহকারী নির্বাচনকমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশআনজুমানে তালামীযে ইসলামিয়া হাউসা,ধনপুর শাখার সাবেক সাধারণ সম্পাদকআব্দাল হোসেন,সাবেক সহ-সভাপতিমো: আলী ঈমন।কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো: আবুল কালামকে সভাপতি ও হা: ছাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো: জামাল আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫সদস্য বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকরীপরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্যদায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মো: আলীমউদ্দিন, সহ- সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার সম্পাদক রিপন আহমদ, সহ-প্রচার সম্পাদক জামাল আহমদ,অর্থ সম্পাদক আওলাদ আহমদ,সহ-অর্থ সম্পাদক জুয়েল আহমদ, অফিস সম্পাদক সোনা মিয়া, সহ-অফিস সম্পাদক ফাইজুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রশিক্ষণসম্পাদক শামসুদ্দীন আহমদ, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কামরান আহমদ, সহ-শিক্ষা ওসংস্কৃতি বিষক সম্পাদক মাসউদ আহমদ,সদস্য:- মনসুর আহমদ, মাহমুদুল হাসান, আজমীর আহমদ, আবুল লেইছ, আনছার আহমদ, নাদেল আহমদ, আলামিন আহমদ, জাবেদ আহমদ, কয়ছর আহমদ, ইমরান আহমদ, আবুবকর।
সাবেক সভাপতি মো: আহকামুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে আরো উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী মনোয়ার খাঁন,মৌ: ক্বারি নূর আহমদ প্রমূখ।
হোম
»
আঞ্চলিক তালামীয
» তালামীযে ইসলামিয়ার জালালাবাদ থানাধীন জুগিরগাঁও আঞ্চলিক শাখার কাউন্সিলসম্পন্ন