গতকাল
২৯ জুলাই ২০১৬ ইং,শুক্রবার,
বাংলাদেশ অানজুমানে তালামীযে
ইসলামিয়া -ছাতক (দক্ষিণ ) উপাজেলার অাওতাধীন :সুতার খালি আঞ্চলিক
শাখার অভিষেক ও শপথ অনুস্টানে
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাইমিনুল হক
বলেন ;
ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গীকে প্রশ্রয় দেয় না।
ইসলাম চায় শান্তি, সমৃদ্বি ও ভালবাসা,ইসলাম শান্তির বাণী ছড়িেয়
পৃথিবীতে প্রতিষ্টিত হয়েছে।
সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ঐসকল
কর্মকান্ড কে ইসলাম সাপোর্ট করে না।তাই সবাইকে ইসলামের
মৌলিক শিক্ষা গ্রহনের মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে।
অনুস্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ;দক্ষিন ছাতক উপজেলার
প্রশিক্ষন সম্পাদক -অাবু হেনা মো: ইয়াছিন।
তিনি বলেন নিজের
স্বার্থ না খুজে সংগঠনের স্বার্থে কাজ করুন এবং সংগঠনের সকল
কার্যক্রম চালিয়ে যেতে নিজেকে সর্বদা সচেষ্ট রাখুন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন, সুতার খালি আঞ্চলিক শাখার সভাপতি
মো:সোলেমান অালী।
এবং সাধারন সম্পাদক মতিউর রাহমানের পরিচালনায়,
অনুষ্টানে কুরঅান
তেলাওয়াত করেন ;শাহিন অাহমেদ।
এছাড়াও উপস্তিত ছিলেন শাখার দায়িত্বশীল মো:রাশেল
অাহমেদ,মো:জামাল উদ্দিন,মো:সুয়েদ অালী,মো:অাবুল
হাসনাত,মো:রুবেল,মো:শুমন অাহমেদ,মো:অাবু
খালেদ,মো:তাজ উদ্দিন,মো:মনজুর অাহমেদ,মো:ওসমান
গনী ও মো:অাবেদ অালী
মৌলিক শিক্ষা গ্রহনের মধ্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে।
অনুস্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ;দক্ষিন ছাতক উপজেলার
প্রশিক্ষন সম্পাদক -অাবু হেনা মো: ইয়াছিন।
তিনি বলেন নিজের
স্বার্থ না খুজে সংগঠনের স্বার্থে কাজ করুন এবং সংগঠনের সকল
কার্যক্রম চালিয়ে যেতে নিজেকে সর্বদা সচেষ্ট রাখুন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন, সুতার খালি আঞ্চলিক শাখার সভাপতি
মো:সোলেমান অালী।
এবং সাধারন সম্পাদক মতিউর রাহমানের পরিচালনায়,
অনুষ্টানে কুরঅান
তেলাওয়াত করেন ;শাহিন অাহমেদ।
এছাড়াও উপস্তিত ছিলেন শাখার দায়িত্বশীল মো:রাশেল
অাহমেদ,মো:জামাল উদ্দিন,মো:সুয়েদ অালী,মো:অাবুল
হাসনাত,মো:রুবেল,মো:শুমন অাহমেদ,মো:অাবু
খালেদ,মো:তাজ উদ্দিন,মো:মনজুর অাহমেদ,মো:ওসমান
গনী ও মো:অাবেদ অালী