তালামীয নিউজ ২৪ঃ বিশ্ব বরেণ্য ওলিয়ে কামিল শামসুল উলামা
আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
, সিলেট মহানগরী শাখার ২০১৬-১৭ সেশনের নবনির্বাচিত কার্যকরী
পরিষদের অভিষেক শুক্রবার বাদ জুমু’আ সংগঠনের
বিভাগীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের
কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেদ্বওয়ান
আহমদ চৌধুরী বলেন, আল্লামা  ফুলতলী ছাহেব কিবলাহ
(রহ:) নিজে বাহবা পাওয়ার জন্য তালামীয প্রতিষ্ঠা
করেন নাই। ছাত্র সমাজে আহলে সুন্নাত ওয়াল
জামা’আতের আক্বীদাহ প্রচার করে ছাত্র সমাজকে
বাতিল আক্বীদাহ থেকে রক্ষা করার জন্য তালামীযে
ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরোও বলেন, তালামীয কর্মীদেরকে খালীছ
ভাবে দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে। যারা
মানুষের নিকট ইসলামের ভূল ব্যাখ্যা দিয়ে মানুষকে
গোমরাহ করছে এবং মানুষ হত্যার মত জগন্য কাজ করে
বেড়াচ্ছে তাদের থেকে সজাগ থাকতে হবে ও ছাত্র
সমাজকে শতর্ক করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সংগঠনের কেন্দ্রিয় সহ-প্রচার ও প্রকাশনা
সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন।

সিলেট মহানগরীর সভাপতি এনাম উদ্দীন আহমেদের
সভাপত্তিত্বে ও সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান
ফরহাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মহানগরের
সহ-সভাপতি শেখ শফি উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক
নুরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ
আজাদ, সহ-প্রচার সম্পাদক ইমরান আহমদ চৌধুরী,
এম.সি কলেজ তালামীযের সহ-সভাপতি মুজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত
করেন মহানগরীর প্রচার সম্পাদক আরিফ আহমদ, নাতে
রাসূল পরিবেশন করেন আব্দুল্লাহ আল কবীর, আরোও
উপস্থিত ছিলেন মহানগীরর অর্থ সম্পাদক আব্দুল
আজিম ফারহান, অফিস সম্পাদক শেখ মনোয়ার হুসেন,
প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান শাকের, সহ-
প্রশিক্ষণ সম্পাদক নাবেদ আহমদ, শিক্ষা ও
সাংস্কৃতিক সম্পাদক হুসাইন আহমদ, কার্যকরী সদস্য
আরিফ হুসেন সামাদ, পিয়ার হাসান, আতিকুর রহমান,
মাহবুবুর রহমান সাব্বির, সোহেল আহমদ, মাসহুদ মহসীন
উদ্দিন, এইচ.কে নোমান, শামস উদ্দিন প্রমুখ।
 
Top