স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি, বিশিষ্ট
আলিমে দ্বীন হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বলেছেন, ইলমে দ্বীন অন্বেষণ কোন সহজ কাজ নয়।
বিশেষত: কুরআনে কারীমের হিফযকারীদের যাত্রাপথ
অনেক কন্টকাকীর্ণ। সকল বাধা পেরিয়ে মনযিলে মাকসুদে
পৌছতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক
কষ্ট সহ্য করতে হবে। ইতিহাস সাক্ষী, যারাই দীনের পথে
অগ্রসর হয়েছেন, আল্লাহর মকবুল বান্দা হিসেবে,
ওলীআল্লাহ হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন
তারা অনেক কষ্ট করেছেন, আরাম আয়েশকে হারাম
করেছেন। সুতরাং, তালিবে ইলমদেরও কষ্ট সহ্য করার মানসিকতা
রাখতে হবে।
তিনি গত ২৯ জুলাই (শুক্রবার) লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটে
হিফয-এর নতুন ছাত্রদের সকক প্রদান মাহফিলে প্রধান অতিথির
বক্তব্য পেশকালে উপরোক্ত কথাগুলো বলেন। সন্ত্রাস ও
জঙ্গীবাদ ইসলামকে কলংকিত ও কলুষিত করার চক্রান্ত উল্লেখ
করে তিনি বলেন, দীনের প্রকৃত জ্ঞান থাকলে কোন মানুষ
জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। তাই, আহলে সুন্নাত
ওয়াল জামাআতের প্রকৃত আদর্শ মুসলিম সমাজে অধিক হারে
প্রচার ও প্রসারের ব্যবস্থা করতে হবে। ভ্রান্ত খারিজীদের
দ্বারা ইসলামে সর্বপ্রথম সন্ত্রাসবাদের সূচনা হয়। আর বর্তমানে
প্রচলিত ওয়াহাবীবাদ, মওদুদীবাদ, সালাফীবাদ ও লা-মাযহাবীরা
তাদেরই অনুসারী। সুতরাং এদের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে
তুলতে হবে।; পাশাপাশি সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও
স্বজনপ্রীতির মূলোৎপাঠন করতে হবে। একটি অসুস্থ,
দূর্নীতিগ্রস্থ সমাজব্যবস্থা সুন্দর কিছু উপহার দিতে পারে না।

মাদরাসা পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফুলতলী কামিল
মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের সভাপতিত্বে ও
মাদরাসা পরিচালক হাফিয নজীর আহমদ হেলালের উপস্থাপনায়
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর দারুল
হাদীস কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা ছালিক আহমদ,
ভুরকী
হাবিবিয়া হাফিযিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মতিন, বড় হুযুর
আলহাজ্জ হাফিয আবদুশ শহীদ,
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট
আলিমে দীন মাওলানা রফিক উদ্দীন,
হলিয়ারপাড়া কাদেরিয়া
সুন্নীয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হান্নান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে
মসজিদের খতীব মাওলানা জামিল আহমদ, নর্থইস্ট বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ,
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর
রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান
লেখন, সিলেট মহানগরী সভাপতি এনাম উদ্দীন আহমদ, মাদরাসা
পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ তালিমুল ইসলাম, সদস্য মাওলানা
তরিকুল ইসলাম, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম,
মাওলানা ইমরান আহমদ, মামুনুর রশীদ, মনওয়ার হোসাইন, ইসলাম
উদ্দিন শরীফ, আতাউর রহমান সাকের, পিয়ার হাসান ও শামসুদ্দীন,
প্রমুখ।

 
Top