দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়ন পরিষদ
নির্বাচনে আল ইসলাহ সমর্থিত
চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক
আলোচনা সভা ও দোয়া মাহাফিল গত
২০ এপ্রিল বুধবার সন্ধ্যায় নগরীর
সোবহানীঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রিয়
সভাপতি মাওলানা মোঃ হুসামুদ্দিন
চৌধুরী ফুলতলী। তিনি বলেন, পুণ্যভূমি এ
সিলেটে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী
জনপ্রতিনিধির প্রয়োজন। জনগণের
জানমালের নিরাপত্তা ও সর্বিক উন্নয়নের
সার্থে আল ইসলাহ মনোনীত দাউদপুর
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা
শরীফ উদ্দিনকে চশমা ও জালালপুর ইউপির
চেয়ারম্যান প্রার্থী হাজী কয়েস মিয়াকে
আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত
করতে তিনি ইউনিয়নদ্বয়ের জনসাধারণের
প্রতি আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন আনজুমানে
আল-ইসলাহর কেন্দ্রিয় মহাসচিব মাওলানা
মনোহর আলী, সদস্য- রফিকুল ইসলাম খান,
সিলেট জেলা সভাপতি মাওলানা নোমান
আহমদ, সেক্রেটারী মাওলানা সুয়াইবুর
রহমান, মোল্লারগাঁও ইউপি চেয়ারমান
আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, ফেঞ্চুগঞ্জ
আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক
মাওলানা বশির উদ্দিন, হযরত শাহজালাল
ডি ওয়াই কামিল মাদরাসার শিক্ষক
মাওলানা মোঃ আজিজুর রহমান, দাউদপুর
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী
তালামীযের কেন্দ্রিয় সাবেক সভাপতি
মাওলানা শরীফ উদ্দিন, জালালপুর
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল
ইসলাহ নেতা হাজী ফয়েজ মিয়া,
আনজুমানে আল-ইসলাহর দক্ষিণ সুরমা
উপজেলা সভাপতি মাওলানা ফয়ছল আহমদ,
সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন,
সাংগঠনিক সম্পাদক হাফিজ নূরুল ইসলাম,
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয়
সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারী
মোস্তফা হাসান চৌধুরী গিলমান, দক্ষিণ
সুরমা উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী,
তালামীয দক্ষিণ সুরমা উপজেলার
সভাপতি এইচ এম খালেদ ও সেক্রেটারী
আলাউদ্দিন পাশা প্রমুখ। সভা শেষে
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-
ইসলাহর কেন্দ্রিয় সভাপতি মাওলানা
মোঃ হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।
 
Top