তালামীয নিউজ২৪ ::যামানার মুজাদ্দিদ
আল্লামা আব্দুল লতিফ ফুলতলী
রহ. এর হাতেগড়া ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া কুলাউড়া উপজেলা কাউন্সিল
সম্পন্ন হয়।
গত ৩০শে জুলাই ১৬ইং শনিবার বিকাল
৪ ঘটিকার সময় আলালপুর হাফিজিয়া
মাদরাসার হলরুমে কাউন্সিল
অধিবেশন অনুষ্টিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার জেলা তালামীযের
সভাপতি খন্দকার অজিউর রহমান
আসাদ,
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা
তালামীযের সাধারণ সম্পাদক এম এ
জলিল, সহ সাংগঠনিক সম্পাদক এম
কাদির আল হাসা।
কাউন্সিলে নুরুজ্জামান রাসেলকে
আহবায়ক, মোঃ সাহেদ আহমদকে
যুগ্ম আহবায়ক এবং আব্দুস সামাদ
আজাদকে সদস্য সচিব করে পাঁচ
সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা
হলেন মাহবুব হোসেন সুমন এবং
আব্দুশ শুকুর সরকুম।