স্টাফ রিপোর্টার ঃ
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর হাতে
গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট
পশ্চিম জেলা শাখার নবগঠিত ২০১৬-১৭ সেশনের সভাপতি এম.
সাইফুর রহমান শুভ ও সাধারণ সম্পাদক মো. জাহেদুর রহমানের
নেতৃত্বে পরিষদের দায়িত্বশীলগণ
 গত ৩০ জুলাই শনিবার হযরত
শাহজালাল (রহ.) ও ছাহেব ক্বিবলাহ ফুলতলীর মাজার যিয়ারত সম্পন্ন
করেন।
যিয়ারত শেষে নেতৃবৃন্দ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর
সাথে সৌজন্য সাক্ষাতে তাহার দোয়া ও নসিহত গ্রহণ করেন।
এসময়
মাজার যিয়ারত কর্মসূচীতে জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক
মোঃ আলী হায়দার, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, প্রচার
সম্পাদক শাকির আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ আলী আনহার
শাহান, অফিস সম্পাদক শাহিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবুল
কাশেম, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুছ ছালাম, ও সদস্য হাফিজ
ইমন আহমদ, হাফিজ আজাদ উদ্দিন, ও কুতুব আল ফরহাদ প্রমূখ
উপস্থিত ছিলেন।
সফর শেষে ওয়েসিস হসপিটালে নবগঠিত কমিটির প্রত্যেক
দায়িত্বশীলগণ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর দোয়া ও নছিহতের মাধ্যমে
সংগঠনের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার দৃঢ় অঙ্গিকার গ্রহণ
করেন।
 
Top