তালামীয নিউজ২৪:: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা'র যৌত উদ্যোগে শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে গতকাল ১আগষ্ট সোমবার সন্ত্রাস
ও জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
এতে অংশগ্রহন করে জগন্নাথপুর
ডিগ্রী কলেজ,রানীগঞ্জ কলেজ, শাহজালাল
মহাবিদ্যালয়, ইকড়ছই সিনিয়র মাদ্রাসাসহ উপজেলার প্রায় সবকটি কলেজ,
মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসাগুলো।

 ইকড়ছই সিনিয়র মাদ্রাসার
শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায়,জগন্নাথপুর পৌর শহরে মানববন্ধন
শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন
 বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ এর জগন্নাথপুর থানার সভাপতি মাওলানা আজমল হোসাইন জামি।
তিনি তাঁর বক্তৃতায় বলেন,সন্ত্রাস ও জঙ্গিবাদের ইসলামে স্থান নেই,আমরা সন্ত্রাস নয়,সম্প্রীতি চাই৷তিনি জঙ্গি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহবান করেন৷
আরো বক্তব্য রাখেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন,জগন্নাথপুর পৌর তালামীযের সহ সভাপতি কাওছার আহমদ,সাধারন সম্পাদক,হাফিজ আবুল কালাম,হাফিজ ইয়াকুব আলী,জহিরুল ইসলাম মুন্না প্রমুখ ৷
 
Top