স্টাফ রিপোর্টারঃ বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ
যুক্তরাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দকে গত ৩১ জুলাই রোববার
দুপুরে দলীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান
দেয়া হয়েছে।
উপজেলা আল-ইসলাহ সভাপতি
উপাধ্যক্ষ মাওলানা আখতার আলীর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফয়জুল
ইসলাম’র পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট
জেলা আল-ইসলাহ সদস্য মাওলানা মুহাম্মদ
লুৎফুর রহমান, পশ্চিম জেলা তালামীযের অর্থ
সম্পাদক আলী আনহার শাহান।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন
যুক্তরাজ্যের গ্রেটার মানচেষ্টার শাখা আল-
ইসলাহ সভাপতি মাওলানা আবদুল মতিন, নর্থ
হামটন শাখা সভাপতি মো. আফতাব উদ্দিন,
সেফিল্ড শাখার অর্থ সম্পাদক মো. আবদুল
আহাদ, ইউ.কে আল-ইসলাহ সদস্য মো. ইউসুফ
আলী, লিভারপুল আল-ইসলাহ সদস্য আবদুল
বাছিত শামীম, ইউ.কে আল-ইসলাহ সদস্য মো.
আল-আমীন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন
ক্বারী মো. সাইদুল ইসলাম ও না’ত পরিবেশন
করেন যুক্তরাজ্য প্রবাসী মো. আবদুল মুমিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কবি রফীকুল
ইসলাম মুবীন।
বক্তব্য দেন উপজেলা আল-ইসলাহ সহ-সভাপতি
মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, যুগ্ম
সম্পাদক মাওলানা আকমল হোসাইন শাকুর,
সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুল, সহ-
সাংগঠনিক সম্পাদক আবদুর রব, অফিস সম্পাদক
মাওলানা শেখ সাহিদুর রহমান, দেওকলস ইউপি
আল-ইসলাহ সম্পাদক মুফতি আবদুল মুমিন,
উপজেলা তালামীয সভাপতি আবুল কাশেম,
মো. কামরুল ইসলাম, আবদাল হোসেন, ক্বারী
শাহাদত হোসেন প্রমূখ।
হোম
»
উপজেলা আল ইসলাহ
» বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ যুক্তরাজ্যের বিভিন্ন নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান