ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ তালামীযের সহযোগী শাখা অনার্স ডিপার্টমেন্টের কাউন্সিল সম্পন্ন
তালামীয নিউজ ২৪ঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ শাখার আওতাধীন অনার্স
শাখার ২০১৬-১৭ সেশনের কাউন্সিল আজ ৩জুলাই বুধবার সকালে
কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে কলেজ শাখার আহবায়ক মুহাম্মদ শাহজাহান
উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হাবিলুর
রহমান জুয়েলের উপস্তাপনায়
প্রধান অতিথি হিসাবে
উপস্তিত ছিলেন সিলেট (পুর্ব) জেলা সাধারণ সম্পাদক
আব্দুল খালিক রুহিল শাহ্।
বক্তব্য রাখেন কলেজ তালামীযের যুগ্ন আহবায়ক
তৌফিকুল ইসলাম পুলক, ফয়জুল ইসলাম এপলু, জাহাঙগীর
আলম তানিম, রেজাউল ইসলাম, যুগ্ন সদস্য সচিব এহসানুল
করিম রাহি, মাইজগাও ইউনিট সহ-সভাপতি হাফিয সাহেদ
আহমদ, কলেজ শাখার সদস্য মামুনুর রহমান, মোস্তাক
আহমদ, দেওয়ান মোহাম্মদ রিমন, একাদশ শ্রেণী শাখা
সভাপতি মাহবুব হোসেন এমরান, প্রমুখ।
অনুষ্ঠানে এহসানুল করিম রাহী কে সভাপতি ও বাবর
হোসাইন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অনার্স
শাখা গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন---
সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ রিমন
সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন
প্রচার সম্পাদক ফুয়াদ আহমদ
অর্থ সম্পাদক যুমান আহমদ
অফিস সম্পাদক আলী হোসেন
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান।