বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র বিপুল প্রকাশনার মধ্যে অন্যতম একটি সসংকলন হল "হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"।
ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী এর সম্পাদনায় হাদীসে রাসূল(সা:)। এ সংকলনটি হাদীসের মৌলিক কোন বই নয়। দৈনন্দিন একান্ত প্রয়োজনীয়, ছোট ও সহজবোধ্য হাদীসগুলো সংকলন করা হয়ছে। যাতে পাঠক অনুবাদ জানার পাশাপাশি মূখস্থ করে নিতে পারেন। অল্পবয়সী ভাই-বোনদের জন্য সবচেয়ে বেশিই উপযুক্ত।
অত্যন্ত সুন্দর ছাপার ও আকর্শনীয় প্রচ্চদের মুল্যবান এই বইটির শুভেচ্ছামূল্য মাত্র (২০) বিশ টাকা।
তালামীযের কেন্দ্রীয় স্টলে বা উপজেলা তালামীযের নেত্রীবৃন্দের সাথে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন।