যুক্তরাষ্ট্রে মাওলানা আখঞ্জি হত্যার ঘটনায় আল ইসলাহ’র নিন্দা ও শোক
গণ মানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক
সম্পাদক নিউ ইয়র্কের ওজনপার্ম সজিদ আল ফুরকানের ইমাম মাওলানা আলাউদ্দীন আখঞ্জি’র নৃসংশ হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন
করেছেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ’র
মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও মহাসচিব
অধ্যক্ষ মাওলানা একে.এম মনোওর
আলী।
তারা বলেন হযরত আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর একজন
একনিষ্ঠ অনুসারী হিসেবে মাওলানা
আখঞ্জি দেশ-বিদেশে বিভিন্ন দীনি কাজে
তিনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন
করেছেন। সারা জীবন তিনি মানুষকে সঠিক
আকীদা ও আমলের পথে আহ্বান করে
গেছেন। নেতৃবৃন্দ বলেন দিন-দুপুরে
প্রকাশ্যে একজন ইমামকে গুলি করে
হত্যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এ
হত্যাকান্ডে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন ও
মর্মাহত। আমরা এ নির্মম হত্যাকান্ডের
সুষ্ঠু তদন্ত পূর্বক দুষ্কৃতিকারীদের খুঁজে
বের করে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য
মার্কিন প্রশাসনকে আহ্বান জানাই।
আল ইসলাহ নেতৃবৃন্দ শহীদ আখঞ্জি’র শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর
সমবেদনা জানান। তারা মহান আল্লাহ
রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রূহের
মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাকাম
প্রদানের দু‘আ করেন।