স্টাফ রিপোর্টার ঃ
আল্লামা ফুলতলি ছাহেব ক্বিবলা (রহঃ) এর প্রকৃত উত্তরসূরিরা আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) এর প্রেম বুকে লালন করে আজ বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন স্থানে তাঁর রেখে যাওয়া দ্বীনি খেদমতের  ধারা অব্যাহত রেখেছেন। তাঁর এ খেদমতকে অব্যাহত রাখা কেবল তাঁর প্রকৃত উত্তরসুরিদের দ্বারাই সম্ভব। কর্ম জীবনের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আজ আপনারা কাতারের জমিনে আল্লামা ফুলতলি ছাহেব ক্বিবলাহ (রঃ) এর সঠিক দিক নির্দেশনার বাস্তব রুপ প্রদানের আপ্রান চেষ্টা করে চলেছেন দেখে আমরা সত্যিই  অভিভুত। আপনাদের এ কর্মধারায় আজ অংশ নিতে পেরে আমরা গর্ববোধ করছি।
 গত ২৮ জুলাই ১৬ আনজুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন, উপস্থিত জালালাবাদ এসোসিয়েশন কাতারের নেতৃবৃন্দ । আনজুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় পরিষদের সহঃ সাধারণ সম্পাদক সুরমান আহমদ সিদ্দিকী ও সহঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার আহমেদ এর যৌথ সঞ্চালনায় কাউন্সিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আল ইসলাহ কাতারের উপদেষ্টা মোঃ আলাল খান। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষন সম্পাদক মাওঃ তায়েফ আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন, কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মোজাহিদুল ইসলাম জায়েদ। কাউন্সিল অনুষ্ঠানে সর্ব সম্মতিতে উপস্থিত অতিথিদের সহায়তায় ও নির্বাচন কমিশনারদের একান্ত প্রচেষ্টায় আগের কমিটি বিলুপ্ত করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এতে আবুল কাশেম মজুমদারকে আহবায়ক এবং হাফিজ আব্দুল আহাদ সিদ্দিকীকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক হাজী আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ, যুগ্ম সদস্য সচিব সুরমান আহমেদ সিদ্দিকী, সদস্য- রাশেদ আহমেদ, শাহ মোঃ আমির উদ্দিন, বেলাল খান, হাফিজ মোজাহিদুল ইসলাম জায়েদ, আখলুছ সিদ্দিকী, রমজান খান সজিব, আমিনুর রহমান আফছর, মাওঃ তায়েফ আহমদ, আব্দুল বাছিত, শাহ আলম তালুকদার। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, আল ইসলাহ কাতারের উপদেষ্টা আলাল খান, আব্দুর রহিম, সোনা মিয়া সিদ্দিকী ও ফজলুল করীম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আল ইসলাহ কাতারের উপদেষ্টা ফজলুল করিম জালাবাদ এসোসিয়েশন কাতারের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, সহ সভাপতি কপিল উদ্দিন, যুম্ম সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ, আহমেদ মালেক, আবু তাহের, সিলেট বিভাগ উন্নয়ন যুব পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিসবাউর রহমান চৌঃ, শফিকুল ইসলাম, রুমান খান, সুলেমান খান, আরিফ খান, মুরশেদ খান, আবু বকর, শাহিন সিদ্দিকী, লায়েছ সিদ্দিকী, জসিম সিদ্দিকী, আতাউর রহমান, জসিম উদ্দিন, সামাদ আজাদ সালমান, মশাহিদ খান, আব্দুল মজিদ, লাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
 
Top