তালামীয নিউজ ২৪ঃ
সুন্নীয়তের দূর্বার কাফেলা বাংলাদেশ আন্্জুমানে তালামীযে ইসলামিয়া,শ্রীমঙ্গল উপজেলার আওতাধীন ৬নং আশিদ্রোন ইউ.পি শাখার পক্ষ থেকে গতকাল জুলাই শুক্রবার
হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় বিভিন্ন শাখার শত শত তালামীয কর্মীদের উপস্থিতে এক বিশাল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিদ্রোন ইউ.পি. তালামীযের সভাপতি জনাব আহমদ হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি আবুল কাশেম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল লতিফিয়া হাঃ মাদ্রাসার শিক্ষক মাওঃ হাফিজ খলিলুর রহমান সাহেব
শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম
উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন
শ্রীমঙ্গল শহর তালামীযের সভাপতি
এম মিজানুর রহমান সাহেব
শ্রীমঙ্গল শহর তালামীযের সহ সভাপতি
মোঃ বেলাল আহমদ সাহেব
এছাড়া আরো বিভিন্ন শাখার তালামীয নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বলেন,তালামীযে কোন বেয়াদবের স্থান নেই।তারা সকলকে আদবের সহিত চলার আহবান জানান।তাছাড়া তালামীয কে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।
তারপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার শিক্ষক হযরত মাওঃ হাফিজ খলিলুর রহমান সাহেব।