বাতিল পন্থীদের প্রচারণা রুখতে তালামীযে ইসলামিয়ার কর্মীদের আরো দৃঢ় প্রত্যয়ে কাজ করে যেতে হবে- ছাত্রনেতা এম এ মকসুদ জুনেদ
স্টাফ রিপোর্টারঃ
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের আওতাধীন মনতৈল আঞ্চলিক শাখার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
আজ বাদ মাগরিব মনতৈল জামে মসজিদে অনুষ্টিত হয়।
শাখা সভাপতি এস এম আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসাইনের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এম এ মকসুদ জুনেদ
তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সমাজে সবচেয়ে বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে আহলে হাদিস তথা লা-মাযহাবী
এরা সমাজের মাঝে বিভিন্ন রকম ভিভ্রান্তি মুলুক প্রচারণা চালাচ্ছে
আর এই বাতিল প্রচারণা রুখতে তালামীযের কর্মীদের আরো দৃঢ় প্রত্যয়ে কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের অর্থ সম্পাদক এম জয়নাল ইসলাম আরিফ
তিনি তার বক্তব্যে বলেন ওলী আউলিয়ার উত্তরসুরিরা কখনো জ্বালাও পোড়াও রাজনিতি করেনা
তারা রাজনিতি করে আল্লাহ ও তার রাসুল (সাঃ) খুশি রাখার জন্য
সমাজে সুখ শান্তি প্রতিষ্ঠা করা ও জঙ্গিবাদ ধমনের জন্য।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম জামাদুল ইসলাম
তিনি তার বক্তব্যে বলেন- তালামীযে ইসলামিয়া সবসময় মেধাবীদের নিয়ে কাজ করে থাকে
তালামীযে ইসলামিয়া ছাত্রদের হাতে অস্ত্রের বদলে কলম তুলে দেয়
তালামীযে ইসলামিয়া কলমের রাজনিতি বিশ্বাসী অস্ত্রের রাজনিতিতে নয়
তাই তিনি সকল ছাত্রদের তালামীযে ইসলামিয়ার ছায়ার তলে আসার আহব্বান জানান।
এনামুল ইসলামের কোরআন তিলাওয়াত ও মাহমুদুল ইসলাম বিলালের ইসলামি সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক
আরো বক্তব্য রাখেন
পুর্ব জুড়ী ইউনিয়ন আল ইসলাহ এর সাধারণ সম্পাদক হাঃ আব্দুশ শহীদ
জুড়ী শহর তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাঃ বেলাল হোসাইন।
উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাঃ জমির আলী
হাঃ সেলিম আহমদ, নুরে আলম জিহাদি,আসুক আহমদ, জাকির হোসাইন, তাজুল ইসলাম, ইউনুছ আহমদ প্রমুখ।