২২ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রস্তুতি সভা এবং
২৫ ফেব্রুয়ারি সুধী সমাবেশ
আগামী ২ ও ৩ মার্চ সিলেট সরকারি
আলিয়া মাদরাসা মাঠে আন্তর্জাতিক
শানে রিসালত মহাসম্মেলন সফলের
লক্ষ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটির
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি শনিবার, বেলা ৩ টায়
নগরীর সোবহানীঘাটস্থ কার্যালয়ে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর
মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর
আলীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব,
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব
মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর
পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত
ছিলেন, আনজুমানে আল ইসলাহর
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল
ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয়
সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, আনজুমানে
আল ইসলাহ’র অর্থ সম্পাদক উপাধ্যক্ষ
মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম,
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা
নজমুল হুদা খান, অফিস সম্পাদক মাওলানা
আতাউর রহমান, তালামীযে ইসলামিয়ার
সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন
পাশা, নজীর আহমদ হেলাল, নর্থইস্ট
ইউনিভার্সিটি বাংলাদেশ এর লেকচারার
মাওলানা নোমান আহমদ, তালামীযে
ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা
সম্পাদক আখতার হোসাইন জাহেদ ও অফিস
সম্পাদক মুহাম্মদ উসমান গণি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য
সৈয়দ আহমদ আল জামিল, সিলেট মহানগরী
সভাপতি এনাম উদ্দিন আহমদ, সিলেট পশ্চিম
জেলার সভাপতি সাইফুর রহমান শুভ, পূর্ব
জেলার সভাপতি সাইফুর রহমান চৌধুরী
শিপু, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক
মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পূর্ব জেলা
সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল খালিক রুহিল
শাহ ও পশ্চিম জেলা সাধারণ সম্পাদক
জাহেদুর রহমান প্রমূখ।
সভায় এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে,
আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ,
তালামীযে ইসলামিয়া, আনজুমানে
মাদারিছে আরাবিয়া, লতিফিয়া কারী
সোসাইটি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন
বোর্ডের উপজেলা সভাপতি ও সাধারণ
সম্পাদকবৃন্দকে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সভা
এবং ২৫ ফেব্রুয়ারি সুধী সমাবেশ অনুষ্ঠিত
হবে।
সভায় সকল উপজেলা সমন্বয় কমিটিকে
রশিদ, কুপন ইত্যাদি ২৫ ফেব্রুয়ারির মধ্যে
আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অফিস
সম্পাদক জনাব মাওলানা আতাউর রহমান
(মোবাইল: ০১৭১৯-৪২৮০৬৯) এর নিকট জমা
দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top