আজ বালাকোট সম্মেলনে মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, বড় ছাহেবের মোবারক হাতে তালামীযের ইসলামিয়া কর্তৃক প্রকাশিত ঈদে মীলাদুন্নবী (সা.) স্মারক "সুবহে সাদিক"২০১৬" মোড়ক উন্মোচন এবং উনার হাতে সংখ্যাটি তুলে দিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ারর কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এ সময় আরো দেশ বরেণ্য অন্যান্য অথিতিগণ এই প্রকাশনা অনুস্টানে উপস্থিত ছিলেন।