তালামীয নিউজ ২৪:: বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর
কেন্দ্রীয় সভাপতি আল্লামা
হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বলেছেন, সালাফীরা মুসলমানদের
প্রতিটি স্বীকৃত আমলে কাঁচি
লাগাচ্ছে। তারা আল্লাহর রাসূলের
আমল, সাহাবায়ে কেরামের আমল ও
সহীহ হাদীস দ্বারা স্বীকৃত আমলকে
কাট-ছাঁট করে নতুন নতুন ফেতনা
ছড়াচ্ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে
চলে আসা মুসলমানদের স্বীকৃত আমল
২০ রাকায়াত তারাবীর নামাজকে
১২ রাকায়াত ও ৮ রাকায়াতে
নামিয়ে আনছে।
গতকাল (৬ এপ্রিল) হযরত সৈয়দ শাহ
মোস্তফা (রহ.) আবাডিন জামে
মসজিদে জুমার খুতবায় তিনি
একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আল্লাহর
রাসূলকে যে যত মোহাব্বত করবে
দুনিয়া আখেরাতে সে ততটা
সম্মানীত হবে। নবী খান্দানকে
ভালবাসতে হবে। সালাফীরা ইমাম
হুসাইনের হত্যাকারী ইয়াজিদকে
হাইলাইট করছে এবং ইমাম
হোসাইনকে দোষী সাব্যস্থ করছে।
আহলে বায়তের উপর বিভিন্ন অপবাদ
আরোপ করছে। তারা মুসলমানদের
ঈমান আকীদা ও আমলকে বরবাদ করে
দিতে আবির্ভূত হয়েছে। তাদের এই
ঘৃণ্য ফেতনা থেকে মুসলমানদের
সতর্ক থাকার আহবান জানান তিনি।