তালামীয নিউজ ২৪ঃ
আজ ২৩ জুলাই
শনিবার
বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া
ফেঞ্চুগঞ্জ
ডিগ্রী কলেজ শাখার আহবায়ক কমিটি
সকাল ১১ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে গঠন
করা হয়।
এতে শাখা সভাপতি শাহজাহান
উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক তৌফিকুল ইসলাম পুলক এর
উপস্তাপনায়
প্রধান অতিথি হিসাবে
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী
পরিষদ সদস্য সাইফুর রহমান চৌধুরী
শিপু।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে
উপস্তিত ছিলেন সিলেট পুর্ব জেলা
সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল
শাহ্।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত
ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি
শাহ্ হোসাইন মোহাম্মদ বাবু,
সহ-
সভাপতি জায়েদুল ইসলাম,
সাধারণ
সম্পাদক হাফিয সাইফুর রহমান সজিব,
সহ-সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন,
৪
নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি
হাফিয রেজাউল করিম,
উপজেলা সদস্য
হাফিজুল ইসলাম কুদ্দুছ।
বক্তব্য রাখেন কলেজ শাখার সহ-
সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইদ আলী,
প্রচার সম্পাদক এহসানুল করিম রাহী।
অনুষ্ঠানে মুহাম্মদ শাহজাহান উদ্দীন
কে আহবায়ক ও মুহাম্মদ হাবিলুর রহমান
জুয়েল কে সদস্য সচিব নির্বাচিত করে
৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন----
যুগ্ন আহবায়কঃ তৌফিকুল ইসলাম পুলক,
মুহাম্মদ সাঈদ আলী, ফয়জুল ইসলাম এপলু,
মিজানুর রহমান, রেজাউল করিম,
জাহাঙগীর আলম তানিম, আরিফুর
রহমান, জাকির হোসেন।
যুগ্ন সদস্য সচিবঃ এহসানুল করিম রাহী।
সদস্যঃ কামরান আহমদ, জিয়াউল হক
উজ্জ্বল, বাবর আহমদ, ইব্রাহিম আলী,
মোস্তাক হোসেন, তারেক আহমদ , সুমন
আহমদ , এনামুল হক ইমন, ফখরুল ইসলাম,
জালাল বিন কর্নেল, ময়নুল ইসলাম,
সাব্বির আহমদ পাবেল, দিপু আহমেদ,
রাফি আহমদ জীবন, শোভন আহমদ,
মাহবুব হোসেন এমরান, আরিফ আহমদ,
পাপ্পু আহমদ, আমিনুল ইসলাম, রিয়াজুল
ইসলাম, উজ্জ্বল আহমদ, আবু তাহের,
ফুয়াদ আহমদ, বদরুল ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook