তালামীয নিউজ২৪ :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার ঈদ পূণর্মিলনী আজ ১৮ই জুলাই সোমবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীয সভাপতি আব্দুলমুকিতের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক
কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা
তালামীযের সাবেক সভাপতি প্রবাসী
কামাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন
উপজেলা তালামীযের সাবেক
দায়িত্বশীল প্রবাসী কাওসার আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহ সাধারণ
সম্পাদক মো. আবু সুফিয়ান, প্রচার
সম্পাদক হাফিজ আলী হোসেন, অর্থ
সম্পাদক মিফতাহুল ইসলাম তালহা, শাবি
তালামীযের তথ্য প্রযুক্তি বিষয়ক
সম্পাদক মো. কামরুজ্জামান, সিলেট
মহানগর তালামীযের দায়িত্বশীল
আতিকুর রহমান, জকিগঞ্জ সরকারি
কলেজ তালামীযের সভাপতি আব্বাসুর
রহমান খান, ইছামতি ডিগ্রি কলেজ শাখার
সাবেক সভাপতি হুসাইন আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন মানিকপুর ইউপি শাখার
সভাপতি আহমদ হোসাইন আইমান,
কাজলসার ইউপি সভাপতি মোহাম্মদ
আব্দুল মুকিতসহ বিভিন্ন শাখার
নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।