বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, বর্তমান সময়ে ইসলাম ও
মুসলমানদের বিভক্ত করার জন্য মুসলমানদের লেবাস পরে ভিন্ন ধর্মের চক্রান্তে এক শ্রেণীর নব্য এজিদের অনুসারী জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা ইমাম হুসাইন (রা.) এর ত্যাগকে
অস্বীকার করে এজিদের দুষ্কর্ম লুকিয়ে মুসলমানদের এজিদি মনোভাবাপন্ন করে তুলছে। এদের মোকাবেলায় ছাত্রসমাজকে সঠিক পথ ও হুসাইনী চেতনায় উজ্জীবিত করতে
তালামীয কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিকাল ৩টায় কাজীটুলাস্থ লতিফিয়া আল কোরআন
একাডেমী হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৭ ও ১৮নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত স্তুর
উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৮নং ওয়ার্ড তালামীযের সভাপতি হাফিজ রুকন উদ্দিনের সভাপতিত্বে ও ১৭নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক এইচ কে
এম নোমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, মহানগর তালামীযের
সভাপতি এনাম উদ্দিন আহমদ, সহ সভাপতি শেখ শফি উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ আহমদ, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, লতিফিয়া আল কোরআন একাডেমীর পরিচালক হাফিজ জয়নুল
আবেদীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড তালামীযের
সভাপতি শেখ সেলিম আহমদ, ১৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি
রুমান আহমদ, ১৮নং ওয়ার্ড সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক
সাইফুল্লাহ আলাল, ১৭নং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ১৮নং ওয়ার্ড
সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নোমান, সাইফুল ইসলাম, সামসুল
ইসলাম, কামরুল ইসলাম, রুজেল আহমদ, জমির ইসলাম প্রমুখ।
হোম
»
মহানগর তালামীয
» ১৭ ও ১৮নং ওয়ার্ড তালামীযের প্রশিক্ষণ সম্পন্ন
ছাত্রসমাজকে বাতিল ফিরকা থেকে রক্ষা করতে তালামীয
কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
..... .....মুহাম্মদ মুহিবুর রহমান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook