তালামীয নিউজ২৪ :: বিশ্ববরেণ্য ওলিয়ে কামিল শামসুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহঃ)  হাতেগড়া গন সংগঠন আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার আয়োজনে, গতকাল ১২ই জুলাই১৬ইং স্পেন মাদ্রীদের ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হয়।

আনজুমানে আল ইসলাহ স্পেন মাদ্রিদ র সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান সাহেবের সঞ্চালনায় পবিত্র আল কোরআন থেকে আনজুমানে আল ইসলাহ স্পেন মাদ্রিদ  র অন্যতম দায়ীত্বশীল মাওলানা আবুল কালাম শিবলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
এতে দায়িত্বশীলদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ।অনুষ্টান শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সম্মৃদ্বীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
 
Top