শাবিপ্রবি তালামীযের জঙ্গিবাদ বিরোধী র্যালি সম্পন্ন।
তালামীয নিউজ২৪ঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা
উত্তরপূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাবিপ্রবি'র
ক্যাম্পাসে "ধ্বংস হোক জঙ্গিবাদ" শীর্ষক স্লোগান কে
সামনে রেখে জঙ্গিবাদ বিরোধী র্যালি অনুষ্টিত হয়েছে।
শাবি তালামীযের সভাপতি ছাত্রনেতা মো. নিজামুল
ইসলাম আব্বাসী এবং সাধারণ সম্পাদক ইমরান খানের নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী মিছিলটি একাডেমিক ভবন- ডি এর সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় শাবি তালামীযের
সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান খানের উপস্থাপনায় জঙ্গিবাদ প্রতিরোধ ও মোকাবেলায় গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন
প্রচার সম্পাদক- মনজুরুল করিম মহসিন,
সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ।
সভাপতি'র বক্তব্যে ছাত্রনেতা মো. নিজামুল ইসলাম
আব্বাসী বলেন-
আল্লামা ফুলতলী (র:) কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশেরর
অন্যতম সুশৃঙ্খল ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠার তিন দশক পার হয়ে
গেছে।এই দীর্ঘ পথ পরিক্রমায় তালামীযে ইসলামিয়া'র
সকল অতীত আন্দোলন সংগ্রামের ইতিহাস পর্যালোচনা
করলে দেখা যায়- তালামীযে ইসলামিয়া কেবল
ইসলামের স্বার্থে,মানবতার স্বার্থে,দেশ-জনপদের
কল্যাণের জন্য রাজপথে নেমেছে।
বর্তমান বাংলাদেশে কতিপয় বিপদগামী তরুণ আমাদের
রক্তের দামে কেনা দেশকে জঙ্গিবাদ সৃষ্টি করে
বিভীষিকাময় করে তুলেছে। তাই আমাদের অতীত
কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এইসব বিকৃত মস্তিষ্ক
জঙ্গিদের প্রতিরোধে তালামীযে ইসলামিয়া'র সকল
কর্মীদের সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন-
দেশে বর্তমানে যারা জঙ্গিবাদে লিপ্ত রয়েছে এদের
অধিকাংশই তরুণ বয়সী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া,উচ্চশিক্ষ
িত যুবক। যে বয়সে এই সব যুবকদের দেশ মাতৃকা, মানবতা,
প্রকৃত ধার্মিক হওয়ার কথা,সত্যের পথিক হওয়ার কথা
সেই বয়সে জাতির জন্য ওরা অভিশাপ। সর্বনাশী,
বিপদগামী জঙ্গিবাদের মরণ নেশায় আর কোন তরুণ যেন
লিপ্ত না হতে পারে সে ব্যাপারে তালামীযে
ইসলামিয়া'র কর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন-
শাবিপ্রবি তালামীযের
সহ-সভাপতি: জাহিদুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক :আসাদুর রহমান গালিব।
সহ-প্রচার সম্পাদক:শাহিন অাহমদ
অর্থ সম্পাদক: শাহিনুর ইসলাম সুজন
অফিস সম্পাদক : ইমাদ উদ্দিন
সহ-অফিস সম্পাদক:গোফরান অাহমদ
প্রশিক্ষণ সম্পাদক: কামরুজ্জামান শাহান
সহ-প্রশিক্ষণ সম্পাদক:মাজহারুল হক মাসুম
সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল বাছিত
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবুল ফজল মাহমুদ
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: গাউছুল অালম
মিজানুর রহমান,ফজলুর রহমান, সায়েদ আহমদ, সম্রাট
আহমদ, খায়রুল আমিন শাবি তালামীযের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।