তালামীয নিউজ২৪ঃঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র মাস
ব্যাপী দাওয়াতি কর্মসূচি উপলক্ষে সিলেটের
বিশ্বনাথে পোষ্টার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ২টায় বিশ্বনাথ দক্ষিণ উপজেলা
তালামীয কার্যালয়ে সভাপতি মুহাম্মদ আবুল কাসেম’র
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম’র
পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন তালামীয সদস্য তাজুল ইসলাম।
পরে উপজেলার ৬টি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের হাতে
পোষ্টার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা
তালামীযের সহ-সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ সেবুল,
প্রশিক্ষণ সম্পাদক সুমন মাওন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক রুহুল আমীন তালুকদার, নির্বাহী সদস্য লাহিন
আহমদ, আবদুল কাহার, আবদুল মুনতাসির খান প্রমূখ।