ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন
তালামীয নিউজ২৪ঃ উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা
হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব
কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র
সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলা
শাখার ২০১৬-২০১৭ সেশনের কাউন্সিল সম্পন্ন
হয়েছে। ১৭/ ০৮ /১৬ ইং বুধবার বেলা ৩ টায়
ছাতক দক্ষিণ উপজেলা কার্যালয়ে
কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া'র কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান আখতার।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার,সহকারী নির্বাচন কমিশনার
হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাধারণ
সম্পাদক মুহা.বদরুজ্জামান ছাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মুহা. ছালিক আহমদ সুমন,
অফিস সম্পাদক নুর হুসেন, প্রশিক্ষণ সম্পাদক তাজ উদ্দীন আহমদ, সদস্য মাসুম আলম।বিদায়ী
সভাপতি মুহাইমিনুল হকের
সভাপতিত্বে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে
মুহা. মাসুক আলীকে
সভাপতি ও আব্দুস সালামকে
সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য
বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকরী
কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য
দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি- মাসুম আহমদ ইউসুফ, জাবেদ আহমদ, রিয়াজ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক, হা. ছায়েম হুসাইন,সাংগঠনিক সম্পাদক- আবু হেনা মো: ইয়াছিন,সহ-সাংগঠনিক সম্পাদক- হাসান আহমদ, জাবির আহমদ, প্রচার সম্পাদক- আব্দুল মুমিন রাজু,
সহ-প্রচার সম্পাদক- মুজাহিদ আলী, মাকসুদুর রহমান,অর্থ
সম্পাদক- আনোয়ার হুসেন রানা, অফিস সম্পাদক-
মোহাম্মদ আমির উদ্দীন, সহ- অফিস সম্পাদক-
শাহান আহমদ শায়েখ, প্রশিক্ষণ সম্পাদক- মোহা. শিরন আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক- কাওসার আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-
সুলাইমান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক- হা. মাহবুবুর রহমান, তথ্য ও
প্রযুক্তি সম্পাদক- ইবরাহীম আহমদ,সহ-তথ্য
ও প্রযুক্তি সম্পাদক- সৌকত আহমদ
সদস্য- মাকসুদুর রহমান, মামুন আহমদ, সায়েম আহমদ, ইয়াদ আলী ও আল- আমীন।