তালামীয নিউজ ২৪:: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী
ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা
শাখার আওতাধীন সাগরনাল ইউনিয়ন তালামীযের ২০১৬-২০১৭ সেশনের
কাউন্সিল ও অভিষেক সম্পন্ন।
আজ ২৫/ ০৮ /১৬ ইং বৃহস্পতিবার বাদ আছর
সাগরনাল ইউনিয়ন জনমিলন কেন্দ্রে কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে
উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
জুড়ী উপজেলা'র সভাপতি এম এ মকসুদ জুনেদ,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আরিফ, সদস্য আল মাহমুদ জিলান
অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিন ময়না।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে
নজরুল ইসলাম খামিছকে সভাপতি ও জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪০ সদস্য বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন
কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।কমিটির
অন্যান্য দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি- হাফিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল আহাদ, হাফিজ রইছ উদ্দীন সহ-সাধারণ সম্পাদক,
হাফিজ ফাহিম আহমদ ,সাংগঠনিক সম্পাদক- হোসাম উদ্দিন মাছুম সহ-সাংগঠনিক
সম্পাদক- আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক- সালমান আহমদ,
সহ-প্রচার সম্পাদক-ছিদ্দিক খাঁন ,অর্থ
সম্পাদক-হাফিজ আব্দুর রহমান, অফিস
সম্পাদক-জামাল উদ্দীন যায়েদ,
সহ- অফিস সম্পাদক- নজরুল ইসলাম , প্রশিক্ষণ সম্পাদক- হাফিজুর রহমান, সহ-প্রশিক্ষণ
সম্পাদক- আতিকুর রহমান, শিক্ষা
ও সাংস্কৃতিক সম্পাদক-হাফিজ কয়েছ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- খালেদ আহমদ,
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মাসুদ আহমদ, সহ-
তথ্য ও প্রযুক্তি সম্পাদক- হাফিজ কামিল হোসেন,
সদস্য-
তাজেল আহমদ, কামাল উদ্দিন, ছিদ্দিক আহমদ, জামিল হোসেন, এবাদুর রহমান, রিয়াজ উদ্দিন প্রমুখ।