তালামীয নিউজ২৪ঃঃ আমেরিকার নিউইয়র্ক শহরের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে
আল-ইসলাহ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল স্থানীয়
সময় দুপুর ১ টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউ এর কাছে এঘটনা ঘটে।
সিবিএস সূত্রে এতথ্য জানা গেছে। নিহতের নাম মাওলানা আলাউদ্দিন
আখঞ্জি ওজোনি পার্কের আল ফারুক মসজিদের ইমাম
তার বাড়ি
হবিগঞ্জে। নিহত তার আরেক সহকারীর নাম তারা মিয়া। তার বাড়ি
সিলেটে। তারা জোহরের নামাজ পড়া শেষে বাসায় ফেরার
পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন
প্রত্যক্ষদর্শীরা জানায়,
ইমাম আলাউদ্দিন আখঞ্জি ও তার সহকারী নামাজ শেষে বাসায়
যাচ্ছিলেন। ৭৮ নং রোড়ের কাছে তাদেরকে গুলি করা হয়।
ধর্মীয় বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে
অভিযোগ করে ঘটনাস্থলে বিক্ষোভ সমাবেশ করেছেন
প্রবাসী কয়েকশ বাংলাদেশি।
তারা হত্যাকারীকে গ্রেপ্তার ও
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সটনার
ঘটনাস্থলে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, “প্রকাশ্য
দিবালোকে এমন পরিস্থিতি সত্যি উদ্বেগের ব্যাপার। এটি হেইট
ক্রাইম কি না- তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা
যাচ্ছে না।”

আলাউদ্দিনের ছোট ভাই মাশুকউদ্দিন বলেন, মসজিদ থেকে হাঁটা
পথে ৭/৮ মিনিট দূরত্বে এক বাড়িতে তার ভাই থাকতেন। পাশেই
থেরাউদ্দিনের বাসা। দুপুরে জোহরের নামাজের পর মসজিদ
থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে তারা খুন হন।
পুলিশ বলছে, এক ব্যাক্তি পেছন থেকে তাদের মাথায় গুলি
করে। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ
করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
গুলির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিনকে
জ্যামাইকা হাসপাতালে এবং তেরাউদ্দিনকে এলমহার্স্ট হাসপাতালে
নিয়ে যায়। আলাউদ্দিন হাসপাতালে নেওয়ার পরপরই এবং তেরাউদ্দিন
চার ঘণ্টা পর হাসপাতালে মারা যান।
হবিগঞ্জের চুনারুঘাটের আলাউদ্দিন আকুঞ্জি পাঁচ বছর আগে
ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিন সন্তানের
মধ্যে বড় ছেলের বিয়ে উপলক্ষে আগামী সপ্তাহে তার
দেশে যাওয়ার কথা ছিল।
তেরাউদ্দিনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
লক্ষ্মীপাশা ইউনিয়নে। তবে সেখানে পরিবারের আর কেউ
থাকেন না।
তার এক আত্মীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন,
সাড়ে চার বছর আগে নিউ ইয়র্কে যান তেরাউদ্দিন। তার
ছেলেমেয়ে, ভাইবোনসহ পরিবারের সবাই সেখানেই
থাকেন।

সিসি ক্যামেরার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
কম্যুনিটি লিডার মিসবাহ আবদিন বলেন, ওজনপার্কের লিবার্টি এভিনিউ
ও ৭৯ স্ট্রিটে নীল রংয়ের শার্ট ও হাফ প্যান্ট পরিহিত দীর্ঘকায়
এক ২৭-২৮ বছর বয়সী যুবক খুব কাছে থেকে বন্দুক তাক
করে পরপর পাঁচ রাউন্ড গুলি করে। তারপর সে দৌড়ে চলে যায়।

উল্লেখ্য, নিহত মাওলানা আলাউদ্দিন আকনজি বাংলাদেশ আনজুমানে
আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক
ছিলেন। এবং আমেরিকা যাওয়ার পূর্বে দীর্ঘ দিন শায়েস্তাগঞ্জ
রেলওয়ে জামে মসজিদ (হবিগঞ্জ) ইমাম ও খতিবের দায়িত্ব পালন
করেন।

এদিকে আখঞ্জির মৃত্যুর সংবাদ শুনে বাংলাদেশ আনজুমানে আল
ইসলাহ হবিগঞ্জ জেলা শাখা আজ বিকালে হবিগঞ্জ জেলা শহরে
বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তি সমাবেশে বক্তারা
বলেন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর আমেরিকার নিউইয়র্ক শহরে
দিনে-দুপুরে এভাবে মানুষকে যদি গুলি করে হত্যা করা হয়,
তাহলে সত্যিই বিষয়টি অত্যান্ত দু:খজনক ও সেখানে বসবাসরত
মুসলমানদের জন্য আতংকের। সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব একটি
মসজিদের ইমাম ও মুসল্লির উপর এভাবে গুলি করে হত্যা
সেখানে বসবাসরত মুসলমানদের নিরাপত্বার জন্য চরম হুমকি
স্বরুপ। বক্তারা অনতি বিলম্বে হত্যাকারীকে খুজে বের করে
শাস্থির দাবী জানান। এবং সেখানে বসবাসরত মুসলমানদের
নিরাপত্বার জন্য ওবামা প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।
 
Top