তালামীয নিউজ২৪ঃ

ছুন্নী ছাত্র আন্দোলনের দূর্বার কাফেলা
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া
মৌলভীবাজার টাউন কামিল মদরাসার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান আজ ২৪/০৯/২০১৬ ইং শনিবার বিকাল ৩ ঘটিকার সময় তালামীযের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদের সঞ্চালনায়
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন টাউন কামিল মাদরাসা তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, না'তে রাসূল (সাঃ) পরিবেশন করেন, টাউন কামিল মাদরাসার সদস্য নাইমুর রহমান ও শানে ফুলতলী (রহঃ) পরিবেশন করেন মাদরাসা তালামীযের দায়িত্বশীল কর্মী হুসাইন মোঃ ইমরান।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সংগ্রামী সাধারণ সম্পাদক লক্ষ লক্ষ তালামীয কর্মীর হৃদয়ের স্পন্দন ছাত্রনেতা এম এ জলিল।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,
হযরত ছাতাপীর (রহঃ) এর সুযোগ্য উত্তরসূরী নাতি, কুলাউড়া উপজেলা তালামীযের আহব্বায়ক কমিটির সদস্য, হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের সভাপতি,
মোঃ সরকুম আলী।
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহ সভাপতি মযলুম ছাত্রনেতা আফসার ইবনে রহিম।
মৌলভীবাজার সরকারী কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ।
 
Top