তালামীয নিউজ২৪ঃঃ 
বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হলিয়ার পাড়া সিনিয়র মাদ্রাসা শাখার পক্ষ থেকে বাংলাদেশ আন্জুমানে  তালামীযে ইসলামিয়া এর কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক সুনামগন্জের কৃতি সন্তান  ছাত্রনেতা জনাব মোঃ মুহিবুর রহমান কে সংবর্ধনা ও মাদ্রাসা শাখার কাউন্সিল অনুষ্ঠান আজ সকাল ১১ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।মাদ্রাসা শাখার বিদায়ী সভাপতি মোঃ রাজ্জাকুর রহমান রেজা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হুসেন শাহান এর পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাটি বাংলার গৌরব সুনামগন্জ এর কৃতি সন্তান বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ মুহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ক জনাব মাওলানা মোঃ মঈনুল ইসলাম পারভেজ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ছুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া মুহতারাম সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জনাব মাওলানা মোঃ মুহিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-- বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলার সাধারণ-সম্পাদক জননেতা জনাব মাওলানা মোঃ মুহিউদ্দীন এমরান,হলিয়ার পাড়া সিনিয়র মাদ্রসা এর আরবী প্রভাষক জনাব  মাওলানা মোঃ সাইফুর রহমান, জনাব মাওলানা মোঃ ফরিদ আহমদ।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন   বাংলাদেশ আন্জুমানে তালামীযে  ইসলামিয়া সুনামগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ছাত্রনেতা জনাব হাফিজ মোঃ রফিকুল ইসলাম তালুকদার,সহ-সভাপতি ছাত্রনেতা জনাব মোঃ নেছার আহমদ ছাকি,সাংগঠনিক সম্পাদক মোঃছালেক আহমদ সুমন,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ ইউসুফ আলী,তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখা এর প্রচার-সম্পাদক ছাত্রনেতা মোঃ আরিফ,তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার সাবেক সভাপতি ছাত্রনেতা হাফিজ হুমায়ূন আহমদ।দক্ষিণ -সুনামগন্জ উপজেলার সভাপতি ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম  রাহিম।কাউন্সিল অনুষ্ঠানে  নির্বাচন কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া  জগন্নাথপুর পূর্ব উপজেলা এর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা  হাফিজ সেলিম আহমদ,সাধারণ-সম্পাদক ছাত্রনেতা মোঃআব্দুল গণি সোহাগ।।হলিয়ার পাড়া সিনিয়র মাদ্রাসার ছাত্র  আদনান আহমদ এর ক্বিরাত পাঠ ও মোঃসাদিকুর রহমান এর নাতে রাসূল(সঃ) পাঠ  এবং মাদ্রাসা ছাত্র-সংসদ এর জি এস মোঃ উমর ফারুক এর স্বাগত বক্তব্য এর মাধ্যমে  শুরু হওয়া অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ০৩নং মীরপুর ইউ পি এর সভাপতি হাফিজ মোঃ আব্দুর রশীদ,সাধারন-সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল-মাছুম, ০৮নং আাষাড়কান্দি ইউ পি এর সভাপতি মাওঃ মোঃ মঈনুল  ইসলাম সহ আরোও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে  উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে  মোঃকাউছার আহমদকে সভাপতি ও মোঃ তাহমিদ উদ্দীন খাঁনকে সাধারণ-সম্পাদক করে ২০সদস্য বিশিষ্ঠ একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়।পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন---,সহ-সভাপতি মোঃআলমগীর হুসেন শাহান,হাফিজ মোঃমিজানুর রহমান, সহ-সাধারন সম্পাক মোঃ দেলোওয়ার হুসাইন,সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ হাবিবুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আহমদ,প্রচার-সম্পাদক  মোঃ আবু সুফিয়ান, সহ-প্রচারসম্পাদক মোঃ জাহেদ উদ্দীন। অর্থ-সম্পাদক মোঃআব্দুল্লাহ আল-মাহবুব।অফিস-সম্পাদক মোঃমঈনুল হক,সহ-অফিস সম্পাদক মোঃআব্দুল লতিফ শাহীন,।প্রশিক্ষণ সম্পাদক মোঃসালমান আহমদ।সহ-প্রশিক্কন সম্পাদক হাফিজ মোঃ শাহেদ আবেদীন। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ জাকির হুসেন,সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক লায়েছ আহমদ।সদস্য- মোঃ আব্দুল মুক্তাদির, মোঃ সাইফুর রহমান,মোঃ আশরাফ আলী,মোঃ সালাহ উদ্দীন।
 
Top