তালামীয নিউজ২৪ঃঃ  আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারা পশ্চিম উপজেলা শাখার ২০১৬-১৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।গতকাল  ১০/৯/১৬ ইং শনিবার বেলা ১২ ঘটিকায় দোয়ারা বাজার কমনিটি সেন্টারে হাফিজ তাজ উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক  রোমান আহমদের পরিচালনায় ও প্রচার সম্পাদক আল-আমীন-এর সাগত বক্তবের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।          
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সুনামগঞ্জ জেলা তালামীযে সংগ্রামী সভাপতি ছাএনেতা হাফিজ রফিকুল ইসলাম তালুকদার।
প্রধান নির্বাচন কমিশনার ছাএনেতা জনাব বদরুজ্জামান ছাদিক সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা।
জনাব কবি ছালিক আহমদ সুমন সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা।
অর্থ  সম্পাদক জনাব আব্দুল কাইয়ুম।
সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ।
দোয়ারা উপজেলা আল-ইসলাহ সভাপতি মাও:আব্দুল মুকিত সাহেব,সাধারন সম্পাদক হাফিজ ফয়জুল হক সাহেব,ছাতক উওর উপজেলা তালামীযের সভাপতি তোফায়েল আহমদ মিনার,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,পৌর সহ-সভাপতি জাহিদ হাসান লিটন,নোয়ারাই ইউ/পি সভাপতি তোফায়েল আহমদ সুলেমান,দোয়ারা উপজেলা তালামীযের সহ-সভাপতি মনির হোসাইন,সাংগঠনিক সসম্পাদক ইয়াহইয়া খান, অর্থ সম্পাদক জমির হোসেন বিলাল প্রমুখ।

উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দাল হুসাইনকে সভাপতি ও মোঃআল-আমীনকে সাধারন সম্পাদক ও ইয়াহইয়া খানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট কমটি ঘোষনা করা হয়,অন্যান্য দায়িত্বশীল হলেন,সহ-সভাপতি মনির হোসাইন,নাছির উদ্দিন,রোমান আহমদ,সহ-সাধারন সম্পাদক হাফিজ কাউছার আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম,প্রচার সম্পাদক কাউসার আহমদ,সহ-প্রচার সম্পাদক জমির হোসেন বিলাল,অর্থ সম্পাদক রাজিবুল ইসলাম,অফিস সম্পাদক সিদ্দিকুর রহমান তানীম,সহ-অফিস সম্পাদক  আল আমিন,প্রশিক্ষণ সম্পাদক কলিম উদ্দিন,সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আখতার হোসেন,সহ-হোসাইন আহমদ,তথ্য সম্পাদক আবু ছালেহ,সহ-তথ্য সম্পাদক ইমদাদ হোসেন,   -----সদস্য রোমান আহমদ,জুবায়ের আহমদ,জাবেদ আহমদ,শাহ জাহান,মাছুম আহমদ,আবু সুফিয়ান,মিজানুর রহমান,সাইদুর,সায়েম,কয়েছ,আবে কাউসার,প্রমুখ।
 
Top