মৌলভীবাজারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা
তালামীয নিউজ২৪ঃঃ
তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া সমাজসেবা
পরিষদ দক্ষিণ বাড়ন্তীর উদ্যোগে
সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা শীর্ষক
আলোচনা অনুষ্ঠান ও কাতার প্রবাসী আল
ইসলাহ নেতা দেলওয়ার হাসান সুমনকে
সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় দক্ষিণ
বাড়ন্তী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে
মাওলানা সালেহ আহমদ এর সভাপতিত্বে, মইনুল
ইসলাম মাহমুদ ও ইয়াসিন আরাফাত এর
পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয
আলাউর রহমান টিপু।
বিশেষ অতিথি ছিলেন লতিফিয়া হিফজুল
কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা
শফিকুল আলম সুহেল, সাপ্তাহিক পূর্বদিকের
সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব,
মৌলভীবাজার জেলা তালামীযের অর্থ
সম্পাদক রাজন আহমদ, মৌলভীবাজার সরকারী
কলেজ তালামীযের সভাপতি শফিউল আলম
জুবেল, সদর উপজেলা তালামীযের সভাপতি
জামাল আহমদ।
বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর তালামীযের
সাংগঠনিক সম্পাদক মুজিব আযহার, ওয়ার্ড
মেম্বার আব্দুস সালাম, আলাউর রহমান রাসেল,
পরিষদের সভাপতি মহসিন আহমদ, সিনিয়র
সহসভাপতি আতাউর রহমান, রুটারি ক্লাব
মৌলভীবাজার সেন্ট্রাল এর সেক্রেটারি দুলাল
হুসেন জুম্মান।
অনুষ্ঠানে লতিফিয়া সমাজসেবা পরিষদের
প্রতিষ্ঠাতা সভাপতি, কাতার আল ইসলাহর
সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হাসান সুমনকে
দেশে এবং পরিষদের সদস্য জুনেদ আহমদ ও জনি
আহমদের প্রবাস গমন উপলক্ষে ক্রেস্ট প্রদান
করা হয়।
বক্তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিভাবকদের
সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন,
সন্তানদের সাথে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে
তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। প্রকৃত
ধর্মবোধ ও দেশপ্রেমে তাদের জাগ্রত করতে
হবে।