বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী বলেন, কারবালার যুদ্ধের মাধ্যমে মুসলমানদের মধ্যে হক্ব-বাতিলের পার্থক্য নির্ণিত হয়েছে। কিয়ামত পর্যন্ত যেখানেই ইয়াযিদ বাহিনীর উদ্ভব ঘটবে সেখানেই রাসূল সা. এর ভালোবাসায় সিক্ত হুসাইনি বাহিনী প্রতিরোধ গড়ে তুলবে। দুঃখজনক হলেও সত্য আমাদের
সমাজে আজ মদ্যপ ইয়াযিদের পক্ষে কথা বলার লোক সৃষ্টি হয়ে গেছে। তারা ইয়াযিদের গুণকীর্তন করে হুসাইন রা. কে দোষারোপ করে। তাদের মোকাবেলায় তালামীযে ইসলামিয়ার কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যদি আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী রহ. তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা না করতেন তবে সরলমনা ছাত্র সমাজের মধ্যে ইয়াযিদের প্রেতাত্মারা ভর করতো।
গতকাল ৫ নভেম্বর শনিবার ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্য স্তর উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলার সুফি নগর মাদ্রাসা হলে শাখা সভাপতি তোফায়েল আহমদ মিনার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
আল মামুন এর পরিচালনায় দিন ব্যাপি সদস্য প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রিয় নির্বাহী সদস্য মাও: আব্দুল আহাদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান আখতার।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা
তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার।
প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাও: আলী আসগর খান, সহ সাধারণ সম্পাদক মাও: মাহবুবুর রহমান তাজুল ও সাবেক আল ইসলাহ
নেতা মাও: আবু সালেহ মো আন্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ছাদিক,
সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ সুমন, অর্থ সম্পাদক আন্দুল কাইয়ুম,জেলা আল ইসলাহর সদস্য মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী।
এতে আরো উপস্থিত ছিলেন
হাফিজ শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা আল ইসলাহর সভাপতি মাও: কামরুজ্জামান সাধারণ সম্পাদক মাও : এম.এ মতিন. মাও: আন্দুস সালাম, মাও: আবুল হাসনাত, মারুফ আহমদ, আব্দুল মতন রাজন, হা: ফয়েজ
আহমদ, মাও: আব্দুল মুক্তাদির, মা: নসিবুল হক, ফখরুল ইসলাম, নুর হুসেন, কারী সালা উদ্দিন, আল-আমিন, আমির
হুসাইন, আবু হেনা ইয়াছিন, কুতুব উদ্দিন সালেহী, আলী আহমদ নাইম, হাফিজুর রহমান, আবু তাহের, হাসান আহমদ,
আব্দুল বাছিত সহ প্রমূখ।

 
Top