বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, তালামীয কর্মীদের রাসুল (সা) পরিপূর্ণ অনুসারী হয়ে নিজেকে ইসলামের আলোয় আলোকিত করে সকল ভ্রান্ত মতবাদের মোকাবিলা করতে হবে। যারা ইয়াজিদকে অনুসরন করে হোসাইন (রা.) কে কটাক্ষ করছে তাদের উচিত জবাব দিতে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা-বিশ্বাসের আলোকে ছাত্রসমাজককে গড়ে তোলতে তালামীযে ইসলামিয়ার বিকল্প নেই। গতকাল বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর (পুর্ব) উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য স্তর উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলার পুর্ব বুধরাইল আটঘর-আউদত ইসলামিয়া দাখিল মাদরাসা হলরুমে উপজেলা সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সুনামগঞ্জ জেলা তালামীয সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সাদিক, সহ সাংগঠনিক সম্পাদক আলী মোহাম্মদ ইউসুফ, বুধরাইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমির আলী,
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত উপজেলা সাবেক সভাপতি হুমায়ুন আহমদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত উপজেলা সাবেক সভাপতি হুমায়ুন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলী আহমদ চৌধুরী, দিলওয়ার হোসেন, জয়নাল আবেদিন, তাজ উদ্দীন, নাছির উদ্দীন, ছালেহ আহমদ ছালিক, বজলুর রহমান হাবীব, হাফিজ আলী আহমদ, মাহফুজুর রহমান নোমান, আব্দুর রশিদ, আব্দুল্লাহ আল-মাছুম, হাফিজ শাহ আলম, আহাদুর রহমান, তাহিদুর রহমান, আব্দুল ওয়াহিদ, হাফিজ জুবায়ের আহমদ, সুহেদ আহমদ, আব্দুল মাজেদ, মুহাম্মদ আলী, শফিকুল ইসলাম, মুনাঈম খান, প্রমুখ।