উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহঃ এর হাতে গড়া ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার আওতাধীন ২ নং পাটলী  ইউনিয়ন এর ২০১৬/১৭ শেসনের কাউন্সিল ও অনুষ্ঠান আজ ২০নভেম্বর দুপুর ১২ঘটিকায় রসুলগঞ্জ  বাজার নিজ কার্যালয়ে অনুষ্টিত হয়।
    পাটলী ইউনিয়ন তালামীযের বিদায়ী সসভাপতি আনোয়ার আলম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান হাবীব এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার  হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হাফিজ সেলিম আহমদ সহকারী নির্বাচন কমিশনার  হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা তালামীযের  সহ সভাপতি আলী আহমদ চৌধরী।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন পূর্ব উপজেলা তালামীযের  সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা  হাফিজ তাজ উদ্দিন,
সহ প্রচার সম্পাদক সালেহ আহমদ ছালিক, প্রবাসী হাফিজুর রহমান।

  উক্ত কাউন্সিল অনুষ্টানে সবার সম্মতি ক্রমে বজলুর রহমান হাবীব কে সভাপতি ও হাফিজ শাহ আলম কে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট্য কার্যকর পরিষদ গঠন করা হয়, পরিষদের অন্যান্য দায়িত্বশীলগন হলেন,
সহ সভাপতি আব্দুল ওয়াহিদ
সহ-সভাপতি ফয়জুর রহমান

সহ সাধারণ সসম্পাদক হাফিজ জুবায়ের আহমদ
সহ সাধারণ সম্পাদক সালমান আহমদ ।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ  সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাক্বী হামজা।   প্রচার সম্পাদক সেজু কোরেশী
সহ প্রচার সম্পাদক হাফিজ লুকমান আহমদ।
অর্থ সম্পাদক মোহাম্মদ আলী,
সহ অর্থ সম্পাদক শাহ জাহাঙ্গীর।
অফিস সম্পাদক আব্দুশ সাহাদ, সহ অফিস সাইফুর রহমান  প্রশিক্ষণ সম্পাদক  হারুনুর রশীদ,
সহ প্রশিক্ষণ সম্পাদক মাসেদ মিয়া মাহিদ
,শিক্ষা ও সাং সম্পাদক জাকারিয়া আহমদ সহ  শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক জাকির আহমদ
তথ্য ও প্রযুক্ত সম্পাদক  রাফু মিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ আলী,
সমাজ কল্যাণ সম্পাদক মিজু মিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক বাবুল আহমদ
পাঠাগার সম্পাদক আজিম উদ্দিন, সহ পাঠাগার সম্পাদক আখলাকুর রহমান
ক্রিয়া সম্পাদক রবিউল ইসলাম, সহ ক্রিয়া সম্পাদক নূরুল আমিন।

সদস্য- শফর আলী, আব্দুল কাদির,  আতিকুর রহমান, শিপন মিয়া, তারেক মিয়া,শামিম আহমদ, আখলাক আহমদ, আশিকুর রহমান, শাহিনূর রহমান, নূমান আহমদ, জাহাঙ্গীর আলম।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top